WB Panchayat Polls 2023: ‘পরিচারিকাকেও টিকিট দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী’, টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের অন্দরেই
WB Panchayat Polls 2023: সূত্রের খবর, যখন থেকে শাসকদলের প্রার্থী তালিকা বের হয়েছে তখন থেকে দেখা যাচ্ছিল বলাগড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে অন্দরে-অন্দরে। শেষ দিনে মনোনয়ন পেশ করছেন অনেকে।
বলাগড়: তৃণমূলের প্রার্থী নিয়ে আবারও উত্তেজনা বলাগড় ব্লকে। প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল। টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ, শুধু তাই নয় যাঁরা বিজেপি করেছেন এমনকী জেলখাটা দুষ্কৃতীরা পেয়েছে টিকিট! আর সেই অভিযোগে ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের ডাকা বৈঠক নিয়ে শনিবার তুমুল হট্টগোল শুরু হয়ে যায়।
সূত্রের খবর, যখন থেকে শাসকদলের প্রার্থী তালিকা বের হয়েছে তখন থেকে দেখা যাচ্ছিল বলাগড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে অন্দরে-অন্দরে। শেষ দিনে মনোনয়ন পেশ করছেন অনেকে। তবে শাসকদলের অন্দরে কান পাতলে শোনা যায়, ভিতরে-ভিতরে অনেকেই প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পেশ করতে চাইছিলেন। এ দিকে, উচ্চ-নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে দল যাঁদের টিকিট দিয়েছে তাঁরাই প্রার্থী। ফলে টিকিট না পাওয়া প্রার্থীদের মধ্যে ক্ষোভ ওঠে চরমে।
এরপর শনিবার বিকেলে হুগলির বলাগড়ের জিরাটের একটি লজে ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় সকল বিক্ষুব্ধদের নিয়ে একটি বৈঠক ডাকেন। সেখানেই ক্ষোভ উগরে দেন কর্মীরা। তাঁদের দাবি, বলাগড় পঞ্চায়েত সমিতির গত বোর্ডের ছয় জন কর্মাধ্যক্ষ বাদ পড়েছেন, একাধিক প্রধান, উপপ্রধান এমনকী ব্লক সভাপতি, সহ সভাপতিদেরও টিকিট দেওয়া হয়নি। আর এর পিছনে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর হাত রয়েছে।
নবীনবাবু বলেন, “এলাকার দুষ্কৃতী, বিজেপি থেকে আসা ব্যক্তি, এমনকী দল করেনি এমন লোকও টিকিট পেয়েছে। তাঁদের টিকিট দিয়েছে বিধায়ক। আর যে কর্মীরা সারা বছর কাজ করে তাঁদের বাদ দেওয়া হয়েছে। দলকে সব জানিয়েছি। তবে নেত্রীর উপর আস্থা আছে আমাদের।”
বলাগড় ব্লক সাধারণ সম্পাদক সুজয় চ্যাটার্জীর অভিযোগ,টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে। বিধায়কের বাড়িতে যে ঝাড় দেয় তাঁকেও প্রার্থী করা হয়েছে।
খাদ্য কর্মাধক্ষ্য তথা বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য বাদল সরকার বলেন, “প্রথম থেকে দল করছি। প্রতিবছরই টিকিট নিয়ে এই ধরনের গন্ডগোল হয়। বাইরে সিপিআইএমের সঙ্গে লড়াই করতে হয়। আর ভিতরে দলের টিকিট নিয়ে লড়াই করতে হয়। তবে এবারে পঞ্চায়েতে যেভাবে প্রার্থী করা হয়েছে দলের কর্মীদের কথা শোনা হয়নি।”
তবে এই বিষয়ে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর আবার দাবি, তিনি তাঁদেরই টিকিট দিয়েছেন যাঁরা বিধানসভা নির্বাচনে তাঁকে জেতাতে সাহায্য করেছি। মনোরঞ্জন বলেন, “২৩৮ টা গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৯০টি আসন আমি দিয়েছি। যাঁরা আমাকে জেতাতে সাহায্য করেছিল তাঁদের দেওয়া হয়েছে। এক টাকাও নিইনি এর জন্য। আর টাকা নিয়ে টিকিট দিয়েছে ব্লক সভাপতি। যাঁদের থেকে টাকা নিয়েছে তাদের টিকিট দিতে পারছে না বলে এসব বলছে। বিজেপিকেও টিকিট ওরাই দিয়েছে।”
এই বিষয়ে অনিমেশ দেবনাথ, বলাগড়ের বিজেপি-র সাধারণ সম্পাদক বলেন, “এটা ভুল তথ্য। গতবারের ভোটে আমাদের ভোট করতে দেননি ওই শান্তনু গঙ্গোপাধ্যায়। আসলে ওদের এটা গোষ্ঠী দ্বন্দ্ব।”