Hooghly: ছাদের গ্রিল বেঁকিয়ে ঢুকেছিল, পুজোর আগেই সব ফাঁকা…

Hooghly: স্থানীয় এক ব্যবসায়ী সুজয় চন্দ বলেন, "অনেক টাকার লোকসান হয়েছে। দামি ফোন, স্মার্ট ওয়াচ, ফোনের জিনিস সবই চুরি গিয়েছে। সবে মাল তুলেছে। এমন ঘটনায় তো কপালে হাত।"

Hooghly: ছাদের গ্রিল বেঁকিয়ে ঢুকেছিল, পুজোর আগেই সব ফাঁকা...
দোকানের মালিক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:34 PM

হুগলি: পুজোর আগে দোকানে মাল তুলেছিলেন। মাঝরাতে দোকানে ঢুকল সিঁধেল চোর। সিঁধ কেটে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হুগলি মোড়ের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজো আসতে এখনও মাস দু’য়েক বাকি। তবে দোকানিরা তাঁদের মাল তুলতে শুরু করে দিয়েছেন। এই অবস্থায় এমন ঘটনা।

দোকানের মালিক স্বরাজ সাহা বলেন, “আমি সকাল ১০টায় দোকান খুলি। আজও এসেছি। এসে দেখি চারদিক পুরো ফাঁকা। সাত পিসের মতো ছোট ফোন তুলেছিলাম। প্রচুর ব্লু টুথ বক্স, হেডফোন, ইয়ার বাডস, নেকব্যান্ড ছিল। সব নিয়ে চলে গিয়েছে। স্মার্ট ওয়াচ ছিল সেসবও নিয়ে গিয়েছে। এখানে পাহারার কোনও ব্যবস্থা নেই।”

অভিযোগ, দোকানের মালিক এসে দেখেন দোকানের উপরে টিনের ছাউনি, গ্রিল, দোকানের ভিতরের ফলস সিলিং কেটে চোর ভিতরে ঢুকে দোকান ফাঁকা করে দিয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী সুজয় চন্দ বলেন, “অনেক টাকার লোকসান হয়েছে। দামি ফোন, স্মার্ট ওয়াচ, ফোনের জিনিস সবই চুরি গিয়েছে। সবে মাল তুলেছে। এমন ঘটনায় তো কপালে হাত। একটাই পুলিশের কাছে অনুরোধ আমাদের বিবেকানন্দ রোডের উপর নজরদারি বাড়ানো হোক। অতীতেও চুরি হয়েছে। পুজোর আগে এরকম চুরির ঘটনা, পুলিশকে দেখতে হবে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)