Cricketer Death: প্র্যাকটিসের সময় হঠাৎ হারাল জ্ঞান, খেলার মাঠেই চোখ বুজল তরুণ ক্রিকেটার
Chandannagar: শুক্রবার বিকেলে চন্দননগরের সন্তান সংঘের মাঠে প্র্যাকটিস করতে গিয়েছিল দীপঙ্কর। সেই সময় ক্যাচ ধরতে গিয়ে হঠাৎই মাঠে পড়ে যায় সে। আর এরপর মাঠেই জ্ঞান হারায়।
চন্দননগর: খেলার মাঠে অঘটন। ক্রিকেট খেলার সময় মাঠে পড়ে গিয়ে মৃত্যু হল তরুণ ক্রিকেটারের (Cricketer Death)। বছর আঠারোর ওই যুবকের নাম দীপঙ্কর দাস। বাড়ি চন্দননগরের কাঁটাপুকুর মসজিদতলা এলাকায়। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া চন্দননগরের (Chandannagar) নাড়ুয়া হাইস্কুলের ছাত্র। প্রতিদিনের মতো শুক্রবারও বিকেলে চন্দননগরের সন্তান সংঘের মাঠে প্র্যাকটিস করতে গিয়েছিল দীপঙ্কর। সেই সময় ক্যাচ ধরতে গিয়ে হঠাৎই মাঠে পড়ে যায় সে। আর এরপর মাঠেই জ্ঞান হারায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এলাকায় পাড়া-প্রতিবেশীরা সকলেই বেশ পছন্দ করতেন দীপঙ্করকে। বছর আঠারোর ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে চন্দননগরে। শোকে বিহ্বল দীপঙ্করের বাবা-মা। বছর দুয়েক আগে এক দুর্ঘটনায় দীপঙ্করের দাদা মারা গিয়েছিলেন। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের সন্তান হারানোর যন্ত্রণা। স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী বলেন, “প্রতিদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা। দীপঙ্করও করত। ভাল খেলার পাশাপাশি খুব ভাল খোলও বাজাত। খুব ভাল ছেলে ছিল… হঠাৎ যে কী হয়ে গেল!”
খেলার মাঠে ক্রীড়াবিদদের মৃত্যু এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। মুহূর্তের অঘটনে বার বার কেড়ে নিয়েছে তরতাজা প্রাণ। চলতি বছরেই মাস খানেক আগে ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল দেবজ্যোতি ঘোষের। কৃষ্ণনগরের বাসিন্দা ওই তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছিল খেপ খেলতে গিয়ে। সেখানেও এই একইভাবে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছিল দেবজ্যোতির। আবারও সেই একই দুর্ঘটনা খেলার মাঠে। এবার হুগলির চন্দননগরে।
স্থানীয় বাসিন্দারা দীপঙ্করকে বেশ ভাল ছেলে হিসেবেই চিনত। প্রতিভাবান ক্রিকেটার হিসেবে এলাকায় বেশ নামডাকও ছিল তাঁর। শুধু তাই নয়, ভীষণ শৃঙ্খলাপরায়ণ, খেলোয়াড়সুলভ জীবনযাপন করতেই পছন্দ করত দীপঙ্কর। আঠারো বছর বয়সেই এমন তরতাজা একটি প্রাণ চলে যাওয়া যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা।