বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবক
আক্রান্ত যুবক পিনাকী দাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাওড়া: বাড়ি ফেরার পথে পকেট থেকে পড়ে গিয়েছিল মানিব্যাগ। থানায় অভিযোগ করতে যাচ্ছিলেন যুবক। সেই সময় রাস্তা ভুল করেন। তখনই বিপত্তি। ছিনতাইকারীদের খপ্পরে পড়েন যুবক। বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হতে হল তাঁকে। তাঁর দেহে পরপর দুটি গুলি লেগেছে। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার (Howrah) ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুর এলাকায়। আক্রান্ত যুবক পিনাকী দাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, পিনাকী রাত ১০ টা নাগাদ হাওড়ার রানিহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় পাঁচলা মোড়ের কাছে তাঁর মানিব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে গুরুত্বপূর্ণ নথি থাকায়, থানায় অভিযোগ করতে যাচ্ছিলেন তিনি। যুবকের বয়ান অনুযায়ী, উলুবে়ড়িয়া থানায় যাওয়ার সময়ে রাস্তা ভুল করে জাতীয় সড়ক ধরে বীরশিবপুর এলাকায় চলে যান।
অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরেন। বাইকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেসময় পিনাকী বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম গুলিটি বাইকের তেলট্যাঙ্কে লাগে। পরের দুটি গুলি তাঁর দেহে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে সকাল থেকে অভিযান ইডির, কলকাতা, হুগলিতে হানা ১২টি দলের
উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গাতে নিত্যদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশাসনকে একাধিকবার এবিষয়ে জানানো হয়েছে। তবে নিষ্ক্রিয় পুলিস।