Local trail derailed: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন

Howrah Station: হাওড়ার কারশেড ঢোকার সময় লাইনচ্যুত হয়েছে বাগনান-হাওড়া ট্রেন। আজ সকাল সাড়ে ন'টার সময় চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল লোকালটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায়। পরে ট্রেন থেকে নেমেই রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পারাপার করেন যাত্রীরা।

Local trail derailed: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন
লাইনচ্যুত লোকাল ট্রেনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 12:38 PM

হাওড়া: টিকিয়াপাড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। হাওড়ার কারশেড ঢোকার সময় লাইনচ্যুত হয়েছে বাগনান-হাওড়া লোকাল। আজ সকাল সাড়ে ন’টার সময় প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায়। এ দিকে, অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পারাপার রেল যাত্রীরা।

রেল সূত্রে খবর, বাগনান থেকে হাওড়ায় আসছিল লোকাল ট্রেনটি। এবার হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে আসতেই বিপত্তি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙালবাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত কাজ শুরু করা হয়েছে। তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কারণ ডাউন লাইনের পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।

প্রসঙ্গত, গত সোমবারই মুর্শিদাবাদে দুর্ঘটনার কবলে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। রবিবার রাতে ১.৩০ নাগাদ বালি বোঝাই লরির সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেসের সংঘর্ষ হয়। যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। জানা যায়, আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। রবিবার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লরি চলে আসে। তা দেখেই ট্রেনের চালক জরুরিকালীন ব্রেক কষেন। ট্রেনের ইঞ্জিনের চাকাও লাইনচ্যুত হয়। তবে বারংবার এই দুর্ঘটনা কেন ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।