Howrah Death: গঙ্গায় ঝাঁপ দিয়েছিল ৩ বন্ধু, রাতভর খোঁজাখুজির পর মিলল প্রসেনজিতের দেহ
Shibpur Death: রিভার ট্রাফিক ও হাওড়া বোটাটিক্যাল গার্ডেন থানার পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করে। প্রসেনজিতের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাওড়া: বৃহস্পতিবার গঙ্গায় তলিয়ে গিয়েছিল প্রসেনজিৎ মাঝি। রাতভর গঙ্গায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার হয় ওই যুবকের দেহ। পরিবারের দাবি ছিল, বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেনের (Shibpur Botanical Garden) রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল তিন বন্ধু। সোনু মাঝি, আকাশ মাহাতো ও প্রসেনজিৎ মাঝি। গতরাতেই সোনু ও আকাশকে উদ্ধার করা সম্ভব হলেও প্রসেনজিতের কোনও খোঁজ মিলছিল না। রাতভর গঙ্গায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত গভীর রাতে উদ্ধার হয় প্রসেনজিৎ মাঝির দেহ। রিভার ট্রাফিক ও হাওড়া বোটাটিক্যাল গার্ডেন থানার পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করে। প্রসেনজিতের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গঙ্গায় ভাটার টান শুরু হতেই তাঁর দেহটি দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, পরিবারের তরফে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেলে সোনু ও আকাশের সঙ্গে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল প্রসেনজিৎ। তাদের বক্তব্য ছিল, বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তা কর্মীরা তাদের তাড়া করেছিল এবং সেই সময় গঙ্গায় ঝাঁপ দিয়েছিল ওই তিন বন্ধু। যদিও গার্ডেন কর্তৃপক্ষ ঘটনার কথা অস্বীকার করে জানায় গার্ডেনের ভিতর এরকম কোনও ঘটনা ঘটেনি।
পরিবারের লোকেরা গতরাতে জানিয়েছেন, ছেলে একটু নেশা করে। হয়ত সেই কারণে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকেছিল। এরপর নিরাপত্তারক্ষীরা তাড়া করেছিল। হয়ত ধরে নিয়ে যাবে, সেই ভয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। গঙ্গার ধারে প্রসেনজিতের জুতোও পাওয়া গিয়েছে বলে দাবি পরিবারের। তাঁর মা চম্পা মাঝি কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমার তো ছেলে চলে গেল। দারোয়ানকে দোষ দিয়ে আমি তো আমার ছেলেকে আর ফিরে পাব না। তাড়া না করলে হয়ত আমার ছেলে ঝাঁপ দিত না।’ যদিও গার্ডেনের রেলিংয়ের ভিতরে কিছু হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন বোটানিক্যাল গার্ডেনের অ্যাসিটেন্ট ডাইরেক্টর দেবন্দ্র সিং। এমনকী পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে তাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তাঁর।