Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: সন্দেহজনক চালচলন, হাওড়া স্টেশনে কালো জ্যাকেট পরা যাত্রী নামতেই ঝাঁপিয়ে পড়ল RPF

Howrah: ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসছিলেন। তাঁর নাম হেমন্ত কুমার পান্ডে। ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার সাপেক্ষে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তখনই আরপিএফ সমস্ত বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করে।

Howrah: সন্দেহজনক চালচলন, হাওড়া স্টেশনে কালো জ্যাকেট পরা যাত্রী নামতেই ঝাঁপিয়ে পড়ল RPF
প্রতীকী ছবিImage Credit source: Meta AI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 5:45 PM

হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৬০ লক্ষ টাকার বেশি। উত্তর প্রদেশের গোরখপুর থেকে এক ব্যক্তি বিদেশি মুদ্রা নিয়ে কলকাতায় আসছিলেন। হাওড়া স্টেশনে তাঁকে আটক করে ওই বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়।

আরপিএফ সূত্রে খবর, গতকাল আরপিএফ-র ক্রাইম ইন্টেলিজেন্স উইংয়ের কাছে খবর আসে, ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে প্রচুর বিদেশি মুদ্রা রয়েছে। সেই খবর অনুযায়ী রবিবার সকালে হাওড়া স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের ওপর নজরদারি শুরু হয়। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢোকে তখন কালো জ্যাকেট পরা এক যাত্রীকে সন্দেহজনকভাবে ট্রেন থেকে নামতে দেখা যায়। আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করে তল্লাশি চালালে তাঁর ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮৯ হাজার মার্কিন ডলার, ৫২৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।

বাজেয়াপ্ত করা হয়েছে ২ কোটি ৬০ লক্ষ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রা

প্রাথমিকভাবে জানা যায়, ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসছিলেন। তাঁর নাম হেমন্ত কুমার পান্ডে। ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার সাপেক্ষে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তখনই আরপিএফ সমস্ত বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করে। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিনি ওই টাকা গোরখপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের কাছ থেকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে আনছিলেন। তাঁকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।