Howrah Dengue: এক দিনের জ্বরে সব শেষ! হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু
Howrah Dengue: ওই যুবক রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা। সোমবার জ্বর নিয়ে নার্সিংহোমে ভর্তি হন। আতিশকুমারের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ রয়েছে।

হাওড়া: ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মঙ্গলবার সকালে হাওড়ার একটি নার্সিংহোমে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম আতিশকুমার সিং। তিনি রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা। সোমবার জ্বর নিয়ে নার্সিংহোমে ভর্তি হন। আতিশকুমারের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আতিশ হাওড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। রবিবার রাত থেকেই হালকা জ্বর ছিল আতিশের। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি সোমবার নার্সিংহোমে ভর্তি হন। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
মঙ্গলবার সকালে অতীশের মৃত্যু হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়। হাওড়ার একাধিক জায়গা অপরিচ্ছন্ন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যত্রতত্র ময়লা পড়ে থাকে, জল জমে থাকে। সেই জমা জলেই ডেঙ্গি রোগবাহক এডিস মশার জন্ম হচ্ছে। এক্ষেত্রে পৌরসভার উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
যদিও হাওড়া পুরসভার একটি সূত্রের দাবি, বাসিন্দারাও অনেক ক্ষেত্রেই সচেতন থাকছেন না। বাসিন্দারাই বাড়ির আশপাশে ময়লা ফেলে রাখেন। জল ফেলে রাখেন।পৌরসভার বক্তব্য, কেবল প্রশাসন সক্রিয় হলেই হবে না, স্থানীয় বাসিন্দাদেরও সচেতন থাকতে হবে।
তথ্য বলছে, গত এক দশকে বাংলায় সর্বোচ্চ মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৭৫ হাজার ১০৫।





