ED Raid: ED-র স্ক্যানারে কেষ্টর হিসাবরক্ষকেরও ঘনিষ্ঠ, হাওড়ার বাড়িতে তল্লাশি
Ed Raid: মনোজ মানহত পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইডি আধিকারিকদের সঙ্গে এ দিন ব্যাঙ্কের লোকজন ছিলেন বলেই খবর। সিবিআই-এর জমা দেওয়া চার্জশিটে এই মনোজ মানহতের নাম ছিল। সূত্রের খবর, মূলত হাওলাদার এর কাজ করতেন এই ব্যক্তি।
হাওড়া: পাঁচ ঘণ্টা অতিক্রান্ত। এখনও হাওড়া রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিকুঞ্জ আবাসনে চলছে ইডি-র অভিযান। অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারি ঘনিষ্ঠ মনোজ মানহতের বাড়িতে হানা গোয়েন্দাদের। গরুপাচার মামলায় এই অভিযান বলে খবর।
মনোজ মানহত পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইডি আধিকারিকদের সঙ্গে এ দিন ব্যাঙ্কের লোকজন ছিলেন বলেই খবর। সিবিআই-এর জমা দেওয়া চার্জশিটে এই মনোজ মানহতের নাম ছিল। সূত্রের খবর, মূলত হাওলাদার এর কাজ করতেন এই ব্যক্তি। কালো টাকা সাদা করার কাজ করতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে । আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ৪ সদস্যের ইডি আধিকারিক তিনজন ব্যাঙ্ক কর্মচারীকে সঙ্গে নিয়ে মনোজের ফ্ল্যাটে প্রবেশ করেন।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারের কয়েকদিন পরই নয়াদিল্লিতে তলব করা হয় মণীশ কোঠারিকে। পরে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। যদিও, ২২ সেপ্টেম্বর জামিন পান কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষক। অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি জামিন পেতেই উঠছে প্রশ্ন। তাহলে কেষ্ট কবে জামিন পাবেন? তবে অধরা উত্তর। কারণ আজও কেষ্ট, তাঁর কন্যা সুকন্যা ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।