Howrah: হাওড়া স্টেশনে ১০ নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল ব্যাগ নিয়ে, তলে তলে যে এত… ভাবতে পারেনি পুলিশ
Gold Recovered: আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হরিশ কুমার বর্মা বিহারের ভাগলপুরের বাসিন্দা। অত সোনার গয়না আর টাকা তাঁর কাছে কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
![Howrah: হাওড়া স্টেশনে ১০ নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল ব্যাগ নিয়ে, তলে তলে যে এত... ভাবতে পারেনি পুলিশ Howrah: হাওড়া স্টেশনে ১০ নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল ব্যাগ নিয়ে, তলে তলে যে এত... ভাবতে পারেনি পুলিশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/11/Large-image-howrah-station-1.jpg?w=1280)
হাওড়া: হাওড়ার মতো জনবহুল স্টেশন ব্যবহার করেও চলছে বেআইনি কারবার! শুক্রবার সকালে এক ব্যক্তি গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে উঠছে প্রশ্ন। আরপিএফ তল্লাশি চালানোর সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল ৭৭০ গ্রাম সোনার গয়না। এছাড়াও বেশ কিছু রুপোর জিনিসপত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে ছিল নগদ ৪০ হাজার টাকাও। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হরিশ কুমার বর্মা বিহারের ভাগলপুরের বাসিন্দা। অত সোনার গয়না আর টাকা তাঁর কাছে কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হাওড়া স্টেশনের ১০ নম্বর প্লাটফর্ম থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। শুক্রবার সকালে হাওড়া-গয়া এক্সপ্রেস থেকে নামেন তিনি। পুলিশ সূত্রে খবর, তাঁকে ঘুরে-বেড়াতে দেখেই সন্দেহ হয় রেল পুলিশের। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে বেরিয়ে আসে একে একে আংটি, হার সহ সোনার একাধিক গয়না।
ধৃত ব্যক্তি তাঁর সঙ্গে থাকা গয়না এবং নগদ টাকার উপযুক্ত নথি দেখাতে না পারায় তাঁর সঙ্গে থাকাই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছেন আরপিএফ অফিসাররা। পরে শুল্ক দফতরকে খবর দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় যাবতীয় জিনিসপত্র। ওই ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছিলেন সোনা, এর পিছনে আর কারও হাত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
![huge gold ornaments, silver, cash recovered from a person at Howrah station](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/11/Large-image-gold-2.jpg)
উদ্ধার হওয়া গয়না