Second Hooghly Bridge: দাউদাউ করে জ্বলছে বিলাসবহুল গাড়ি, দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ যান চলাচল
Second Hooghly Bridge: চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল দ্বিতীয় হুগলি সেতুতে। আচমকা আগুন লেগে গেল বিলাসবহুল গাড়িতে। সূত্রের খবর, হাওড়া থেকে কলকাতার অভিমুখে যাওয়ার পথেই গাড়িটিতে আগুন লেগে যায়। ব্যাপক উত্তেজনায় ছড়ায় এলাকায়।
হাওড়া: দুপুর গড়িয়ে বিকাল হতেই অফিস ফেরত যাত্রীর ভিড় বাড়তে শুরু করেছে রাজপথে। হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু, সর্বত্রই অবস্থাটা এক। এরইমধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল দ্বিতীয় হুগলি সেতুতে। আচমকা আগুন লেগে গেল বিলাসবহুল গাড়িতে। সূত্রের খবর, হাওড়া থেকে কলকাতার অভিমুখে যাওয়ার পথেই গাড়িটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই রাস্তায় থাকা অন্যান্য পথচারীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছাড়া। বন্ধ হয়ে যায় যান চলাচল।
রাস্তার দুই ধারে সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। খবর যায় দমকলে। এলাকায় ছুটে আসেন দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু, কী করে আচমকা গাড়িতে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িতে দু’জন যাত্রী ছিলেন। কিন্তু, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন লেগে যায়। যদিও ততক্ষণে তাঁরা দ্রুত গাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিকে সেতুর উপর যে জায়গায় গাড়িতে আগুন লাগে তার কিছুটা দূরেই ছিল একটি তেলের ট্যাঙ্কার। তাই আগুন লাগার খবর ছড়াতেই আরও ভয় বাড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। সকলের চোখের সামনেই বিকট শব্দ করে এক এক করে ফাটতে থাকে গাড়ির চাকাগুলি। যদিও এ ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। অনেকেই বলছেন ঘটনার পরেই খবর গেলেও দমকল আসতে অনেকটাই দেরি করে।