IT Raid: ৪০ ঘণ্টা অতিক্রান্ত, বাগনানের পেপার মিলেই রাত কাটল আয়কর আধিকারিকদের

IT Raid: এর আগেও একাধিকবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এই টিস্যু পেপার মিলে  অভিযান চালিয়েছেন। এখানে আইটি অভিযান এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

IT Raid: ৪০ ঘণ্টা অতিক্রান্ত, বাগনানের পেপার মিলেই রাত কাটল আয়কর আধিকারিকদের
বাগনানের পেপার মিলে আয়কর হানাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 8:16 AM

উলুবেড়িয়া: ৪০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাগনানের পেপার মিলে তল্লাশি চালিয়ে যাচ্ছেন আয়কর আধিকারিকরা । বুধবার দুপুর ১টার পর থেকে তল্লাশি শুরু হয়। রাতভর চলে তল্লাশি।  বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন পেপার মিলের বিভিন্ন বিভাগের নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি পেপার মিলের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করেন । কী কারণে এই আয়কর হানা, তা স্পষ্ট ভাবে এখনও জানা যায়নি।  তবে প্রশাসন সূত্রের খবর, করে ফাঁকি দেওয়ার পাশাপাশি আরও কোনও গরমিল থাকতে পারে মিলেন। আধিকারিকরা সেই সূত্রই খুঁজে পেতে চাইছেন।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এর আগেও একাধিকবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এই টিস্যু পেপার মিলে  অভিযান চালিয়েছেন। এখানে আইটি অভিযান এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালেও দেখা গেল  মিলের গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন।

জানা যাচ্ছে, রাতে মিলের ভিতরেই ছিলেন আধিকারিকরা। তাঁদের জন্য বাইরে থেকে খাবার যায়। রাত কাটানোর পর সকাল থেকে ফের তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। ডাক পড়ছে একাধিক কর্তাব্যক্তির। তবে কারখানায় কাজ চলছে। অর্থাৎ নির্দিষ্ট শিফটেই কাজ করছেন কারখানার শ্রমিকরা। আর নিজেদের মতো ফাইল খতিয়ে দেখছেন আধিকারিকরা।

অন্যদিকে বুধবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা।  ডাক পড়ে বিধায়কের হিসাবরক্ষকেরও। পাশাপাশি তাঁর স্কুল, হাসপাতালেও তল্লাশি চালান আধিকারিকরা। ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয় ৭১ লক্ষ টাকা।