Firhad Hakim: ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ, পাকা ঘরের ঘোষণা ফিরহাদের
Firhad Hakim at Howrah: ফিরহাদ হাকিম বলেন, "হাওড়া পুরসভাকে নির্দেশ দিয়েছি ঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১০৯টি পরিবারের জন্য শৌচাগারও তৈরি করে দিতে হবে বস্তিতে। কারণ এখানে কোনও শৌচাগার নেই।" পুরমন্ত্রী জানান, আবার যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সিমেন্ট-রড-টিন দিয়ে স্থায়ী ঘর করে দেওয়া হবে। এতদিন এই ঘরগুলি বাঁশ, ত্রিপলের ছিল।
হাওড়া: দু’দিন আগেই ভয়াবহ আগুন লাগে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডে ইছাপুর দক্ষিণপাড়ার একটি বস্তিতে। সেই আগুনে পুড়ে খাক হয়ে যায় একের পর এক বাড়ি। বৃহস্পতিবার এলাকা ঘুরে দেখেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্ষতিগ্রস্ত ৪০টি পাকা ঘর তৈরি করে দেওয়া হবে। এলাকা পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন, “হাওড়া পুরনিগমকে নির্দেশ দিয়েছি ঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১০৯টি পরিবারের জন্য শৌচাগারও তৈরি করে দিতে হবে বস্তিতে। কারণ এখানে কোনও শৌচাগার নেই।”
একইসঙ্গে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেন ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী জানান, আবার যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সিমেন্ট-রড-টিন দিয়ে স্থায়ী ঘর করে দেওয়া হবে। এতদিন এই ঘরগুলি বাঁশ, ত্রিপলের ছিল।
যতদিন না স্থায়ী ঘর তৈরি হচ্ছে, ইছাপুরের স্থানীয় স্কুলে অস্থায়ীভাবে থাকবেন এখানকার বাসিন্দারা। খাওয়াদাওয়া-সহ বিভিন্ন খরচ জেলা প্রশাসন বহন করবে। এদিকে এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সকাল থেকেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা।