Chicken: মুরগি নিয়েই পুলিশি কেলেঙ্কারি! SDPO অফিসের বাইরে আছড়ে পড়ল মুরগি ব্যবসায়ীদের ক্ষোভ

Chiken: ব্যবসায়ীর অভিযোগ, পুলিশি অত্যাচারের ফলে ব্যবসা করতে পারছেন না মুরগি ব্যবসায়ীরা। মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। কারণ মেদিনীপুর, ওড়িশা থেকে বিভিন্ন মুরগি গাড়ি আসে হাওড়া-কলকাতায়। 

Chicken: মুরগি নিয়েই পুলিশি কেলেঙ্কারি! SDPO অফিসের বাইরে আছড়ে পড়ল মুরগি ব্যবসায়ীদের ক্ষোভ
মুরগি নিয়ে কেলেঙ্কারিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 12:30 PM

উলুবেড়িয়া:  রাস্তা দিয়ে মুরগি বোঝাই গাড়ি এলেই দাঁড় করাচ্ছে পুলিশ। তোলা হচ্ছে মোটা টাকা। আর সেই টাকা না দিলেই দেওয়া হচ্ছে মোটা টাকার কেস। আর সেই ফাঁকে মুরগিও লোপাট হচ্ছে  চার পাঁচটা। অভিযোগ বিস্তর। এবার পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন মুরগি সাপ্লাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া SDPO অফিসে স্মারকলিপিও জমা দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

ব্যবসায়ীর অভিযোগ, পুলিশি অত্যাচারের ফলে ব্যবসা করতে পারছেন না মুরগি ব্যবসায়ীরা। মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। কারণ মেদিনীপুর, ওড়িশা থেকে বিভিন্ন মুরগি গাড়ি আসে হাওড়া-কলকাতায়।  আর শহরে ঢোকার আগেই সেই গাড়ি পড়ছে পুলিশের নজরে। অভিযোগ, পুলিশ সেই গাড়ি আটকে টাকা চাইছে। টাকা দিতে পারলেই মিলছে সামনে যাওয়ার ছাড়পত্র। আর টাকা না দিলে বিভিন্ন অজুহাতে তাঁদের বড় অঙ্কের টাকার কেস দেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের বক্তব্য, পুলিশের জুলুমবাজিতেই কারবারের লভ্যাংশ থেকে ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। এর আগেও পুলিশ আধিকারিকদের কাছে বিষয়টি জানিয়েছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার উলুবেরিয়ায় এসডিপিও-র কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। আর পুরো বিষয়টি জানায়। শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ করা না হলে ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা। এক ব্যবসায়ী বলেন, “রাস্তঘাটে পুলিশ মারাত্মকভাবে সমস্যা করছে। আমরা মেইল করে অভিযোগ করেছিলাম। আজ SDPO ডেকে পাঠিয়েছিলেন। সবটা জানিয়েছে। পুলিশ আমাদের নানারকমভাবে হেনস্থা করছে, গালাগালি দিচ্ছে, টাকা চাইছে। এখন তো চালক-লেবার কেউই যেতে চাইছে না। সবটা স্যরকে জানিয়েছি।” পুলিশকর্তা গোটা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।