Howrah: নজর রাখছিল দুজোড়া চোখ, প্ল্যাটফর্মে মোবাইল বের করতেই কলেজ ছাত্রীর সঙ্গে অদ্ভুত কাণ্ড হাওড়ায়
Howrah: এক ছাত্রীর মোবাইল ছিনতাই করে পালাবার সময় ধৃত এক ছিনতাইবাজ। লিলুয়া থানা এলাকায় বিগত কয়েক মাস ধরেই লাগাতার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাতে উদ্বেগের বাতাবরণ গোটা এলাকাতেই।
হাওড়া: রোজকার মতো এদিন কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। ট্রেন (Train) ধরতে গিয়েছিলেন কোনা স্টেশনে। অপেক্ষাও করছিলেন ট্রেনের জন্য। এরমধ্যে প্ল্যাটফর্মে বসে মোবাইল বের করে কলেজের প্রজেক্ট দেখছিলেন। কিন্তু, কে জানত প্ল্যাটফর্মেই তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ। নজর রাখছে দুটো চোখ। আচমকা ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেয় ওই যুবক। কী হচ্ছে, কী হয়ে গেল তা বোঝার আগেই ততক্ষণে এলাকা ছেড়ে জোর দৌড় দিয়েছে ওই দুষ্কৃতি।
এদিকে ততক্ষণে প্ল্যাটফর্মে চিৎকার-চেঁচামেচি শুরু করে দিয়েছেন মৌমিতা ধর নামে ওই ছাত্রী। ছিনতাইবাজকে ততক্ষণে ধাওয়া করেছে আরও কয়েকজন। ধরেও ফেলেন। দেওয়া হয় উত্তমমধ্যম। শেষে তুলে দেওয়া হয় লিলুয়া থানার পুলিশের হাতে। প্রসঙ্গত, লিলুয়া থানা এলাকায় বিগত কয়েক মাস ধরেই লাগাতার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাতে উদ্বেগের বাতাবরণ গোটা এলাকাতেই।
এদিকে ধৃত যুবককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ বা কোনও চক্র যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে মৌমিতা ধাড়া বলেন, “আমি কলেজ যাব বলে বেরিয়েছিলাম। রাস্তায় এই ঘটনা ঘটে। ফোনে কলেজের প্রজেক্ট দেখছিলাম। তখনই হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে চম্পট দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই অনেক দূর চলে যায়। কী করব বুঝতে না পেরে দাদাদের খবর দিই।”