West Bengal Assembly Election 2021 Phase 3: তৃণমূল নেতার বাড়িতে EVM নিয়ে ঘুম! গ্রেফতার সেক্টর অফিসার, সাসপেন্ড পুলিশ কর্তা

উলুবেড়িয়ার তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম, ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় জল যে অনেক দূর গড়াবে, তা সকালেই আঁচ করতে পেরেছিলেন (West Bengal Assembly Election 2021) রাজনৈতিক পর্যবেক্ষকরা।

West Bengal Assembly Election 2021 Phase 3: তৃণমূল নেতার বাড়িতে EVM নিয়ে ঘুম! গ্রেফতার সেক্টর অফিসার, সাসপেন্ড পুলিশ কর্তা
তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 2:11 PM

হাওড়া: উলুবেড়িয়ার তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম, ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় জল যে অনেক দূর গড়াবে, তা সকালেই আঁচ করতে পেরেছিলেন (West Bengal Assembly Election 2021) রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই হল! বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কোপ পড়ল পুলিশের ঘাড়েও। তার আগে অবশ্য গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেক্টর অফিসার তপন সরকারকেও।

এই ঘটনায় সিআইডি হাওড়া রুরাল এসআই সুজিত চক্রবর্তীকে সাসপেন্ড করল কমিশন। তাঁর উর্দি ও আর্মস জমা দিতে বলা হয়েছে। এদিকে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেক্টর অফিসারকেও। তাঁকে প্রথমে সাসপেন্ড করা হয়। শুধু তাই নয়, সঞ্জীব মজুমদার ও মিঠুন চক্রবর্তী নামে তপন সরকারের দু’জন সহকারি সেক্টর অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে।

ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়া এলাকা। গ্রামবাসীরা অভিযোগ করেন, ভোটের আগের রাতে তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষ নিজের বাড়িতে ইভিএম রেখে দিয়েছিলেন। ঘটনাচক্রে মঙ্গলবার ভোর রাতে তাঁর বাড়ি থেকে ইভিএম উদ্ধারও হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

তৃণমূলনেতার বক্তব্য, সেক্টর অফিসার সারা দিন কাজের শেষে তাঁর বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তাঁর সঙ্গেই ইভিএম ছিল। এদিকে অভিযুক্ত সেক্টর অফিসার তপন সরকারের বক্তব্য, তিনি ক্লান্ত ছিলেন। তাঁর সহযোগী তাঁকে আত্মীয়ের বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন। তবে এই কাজ করা কখনই ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: ভাতের হাঁড়িতে লাথি মারার অভিযোগ, বাঁশ হাতে গ্রামবাসীদের ধাওয়ায় ধান খেত দিয়ে ছুটলেন প্রার্থী সুজাতা

রাতেই উলুবেড়িয়া গ্রামে খবর ছড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।