Howrah: ট্রলির ভিতরে লুকিয়ে আড়াই কোটির ‘মাল’, হাওড়া স্টেশনে হাতেনাতে ধরল রেলপুলিশ
Gold: শনিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে নির্ধারিত সময়ে ঢোকে ডাউন শ্রী সত্য সাঁই প্রশান্তি নিলায়ম সুপার ফার্স্ট এক্সপ্রেস। যাত্রীরা ট্রেন থেকে নেমে সকলেই প্রস্থানের গেটের দিকে যাচ্ছিলেন।
হাওড়া: হাওড়া স্টেশনের বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। হাতে ট্রলি ব্যাগ। চোখের চাহুনিতে কেমন যেন গোলমাল ঠেকে রেলপুলিশের। দাঁড় করিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরপরই ট্রলি খুলে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণে সোনা। শনিবার হাওড়া স্টেশনে এই ঘটনা ঘটেছে। প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি সোনা উদ্ধার হয়েছে বলে রেল পুলিশ সূত্রে খবর। শুধু সোনা নয়, উদ্ধার করা হয়েছে নগদ টাকাও। আরপিএফ এই বিপুল সোনা ও টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে আটকও করে।
শনিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে নির্ধারিত সময়ে ঢোকে ডাউন শ্রী সত্য সাঁই প্রশান্তি নিলায়ম সুপার ফার্স্ট এক্সপ্রেস। যাত্রীরা ট্রেন থেকে নেমে সকলেই প্রস্থানের গেটের দিকে যাচ্ছিলেন। এরইমধ্যে এক যাত্রীকে দেখে সন্দেহ হয় আরপিএফের। খুব তাড়াহুড়ো করে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর চেষ্টা করছিলেন তিনি। পথ আটকায় রেল পুলিশ। প্রশ্ন করতেই কেমন যেন খাবি খেতে শুরু করেন ললিত কুমার নামে বছর ৫৭’র ওই ব্যক্তি।
এরপরই তাঁর ট্রলি ব্যাগে তল্লাশি শুরু করতেই বেরিয়ে আসে সোনা। ৫ কেজির বেশি সোনা উদ্ধার হয়। আরপিএফের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজারদর ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে নগদ ৪৭ হাজার টাকাও পাওয়া গিয়েছে। এই বিপুল সোনা সঙ্গে থাকলেও যথাযথ কোনও নথি তিনি দেখাতে পারেননি। এরপরই তাঁকে ধরে নিয়ে যায় রেল পুলিশ।
ললিত কুমার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। কলকাতায় তাঁর সোনার দোকান রয়েছে বলে সূত্রের খবর। পুলিশি প্রশ্নের মুখে তিনি জানান, ওড়িশার ভুবনেশ্বরের দু’টি বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার বরাত পেয়েছিলেন তিনি। সেইমতো দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ভুবনেশ্বরে যান। কিন্তু সেই বরাত পরে বাতিল করে দেন সোনার দোকানের মালিকরা। তাই সেই সোনা নিয়ে কলকাতায় ফিরছিলেন। হাওড়া স্টেশনে নামতেই আটক করা হয়। তবে এই বক্তব্যের সত্যতা কতটা তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।