Cow Smuggling: রাতের অন্ধকারে গুলির লড়াই, বাংলাদেশ সীমান্তে নিহত ১! হঠাৎ কী হল?

Cow Smuggling: ঘটনায় সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Cow Smuggling: রাতের অন্ধকারে গুলির লড়াই, বাংলাদেশ সীমান্তে নিহত ১! হঠাৎ কী হল?
প্রতীকী ছবি। Image Credit source: Virojt Changyencham/Moment/Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 6:37 PM

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান্দের সঙ্গে গুলির লড়াই। প্রাণ হারাল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিং পাড়া এলাকায়। এই এলাকায় বেশ অনেকটা জায়গা কাঁটাতারবিহীন অরক্ষিত অংশ।

কাঁটাতারবিহীন অংশ দিয়েই গতকাল রাতে গরু পাচারের চেষ্টা করে ৩৫-৪০ জন বাংলাদেশি দুষ্কৃতীকারীদের একটি দল। সেই সময় বিএসএফ জওয়ানেরা তাঁদের বাধা দেয়। এরপরেই ওই দলটি হঠাৎ হামলা চালায় কর্তব্যরত সেনার উপর। দুই তরফে সংঘর্ষ বাধে। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য বিএসএফের তরফ থেকেও বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতেই এক পাচারকারী নিহত হয়েছে। বাকি পাচারকারীরা গরু নিয়ে পালাতে সক্ষম হলেও একটি গরু উদ্ধার করে বিএসএফ।

ঘটনায় সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গভীর রাতের ঘটনা হলেও এদিন দুপুর পর্যন্ত বাংলাদেশের পাচারকারীর দেহটি বাংলাদেশের ঝুলিপাড়া এলাকায় খোলা মাঠে পরে রয়েছে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে উন্মুক্ত সীমান্তের জমিতে বাংলাদেশিদের ধারালো অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে। ঘটনায় থমথমে দুই বাংলার সীমান্ত এলাকা।

স্থানীয় বাসিন্দা সোমারু মহম্মদ জানান গতকাল রাতে সীমান্তে গন্ডোগোল হয়। বিএসএফ গুলি চালায়। একজন মারা গিয়েছে বলে শুনেছি।

এসিস্টেন্ট কমান্ডেন্ট মনোজ কুমার জানান এই বিষয়ে পুলিশের নিকট একটি অভিযোগ দায়ের করা হবে।

এমনিতেই অস্থির বাংলাদেশ। তার উপর এই ঘটনা। নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে ‘জিরো পয়েন্ট’ ও ‘নো ম্যানস ল্যান্ডে’। জন সংযোগ এবং মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে।