Arpita Mukherjee: পেটে ব্যথায় কাতরাচ্ছেন অর্পিতা, মায়ের শ্রাদ্ধের কাজ মিটতেই ভর্তি হলেন হাসাপাতালে

Arpita Mukherjee: হাসপাতাল সূত্রে খবর, অর্পিতার পেটে কোনও রকম সংক্রমণ হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পর থেকে তলপেটে ব্যথা অনুভব করেন। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। গোটা বিষয়টি জানানো হয়েছে আদালতে।

Arpita Mukherjee: পেটে ব্যথায় কাতরাচ্ছেন অর্পিতা, মায়ের শ্রাদ্ধের কাজ মিটতেই ভর্তি হলেন হাসাপাতালে
অর্পিতা মুখোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 12:06 PM

কলকাতা: সদ্য জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর বাড়ি ফিরতেই অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ শেষ করেই অসুস্থতা বোধ করেন তিনি।

কী হয়েছে অর্পিতার?

হাসপাতাল সূত্রে খবর, অর্পিতার পেটে কোনও রকম সংক্রমণ হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজের পর থেকে তলপেটে ব্যথা অনুভব করেন। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। গোটা বিষয়টি জানানো হয়েছে আদালতে। কারণ, অপিতা জামিন পেয়েছেন একাধিক শর্তসাপেক্ষে। সেই শর্তপূরণের জন্যই আদালতে জানানো হয়েছে তিনি কোনও হাসপাতালে ভর্তি রয়েছেন, পরবর্তীতে অসুস্থতা বাড়লে অন্য কোনও হাসপাতালে ভর্তি হবেন কি না সবটাই জানানো হয়েছে আদালতে।

বস্তুত, সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। গত পরশুদিন তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই কাজ করার পর থেকেই অসুস্থতা বোধ করেন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২৫ নভেম্বর ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত।আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন তিনি, তাই জেলমুক্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না তিনি।