Mamata Banerjee: হড়পা বানে নিহতদের পরিবারে একজনের চাকরি, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর
Malbazar: মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। আদর্শ বিদ্যাভবন স্কুলে সেই বৈঠক করেন।
মালবাজার: মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। আদর্শ বিদ্যাভবন স্কুলে সেই বৈঠক করেন। হড়পা বানে স্বজনহারাদের পরিবাররে একজনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উদ্ধারকারীদের কৃতজ্ঞতা জানান। উদ্ধারকারীদেরও ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী।
- মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- এরপর বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে জল ছেড়ে বন্যা করে দেওয়া হত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি ডিভিসির (DVC)-র সঙ্গে কথা বলে জল ছাড়ার তদারকি করেছেন।
- মঙ্গলবার নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এই কেসের তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী হলে তারা শাস্তি পাবে।’
- এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মালবাজারে থাকার তেমন একটা জায়গা নেই। জলপাইগুড়ির আর্কিটেকচার সুন্দর। টাকা কম খরচ করে থাকার সুন্দর জায়গা তৈরি করতে হবে।’
- মঙ্গলবার উদ্ধারকারীদেরও চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক, সাহসিকতার সম্মান দেন তিনি।উদ্ধারকারী যুবকদের চাকরি দেওয়ারও প্রস্তাব দেন।