Jalpaiguri: বালিবোঝাই ডাম্পার আটকাতেই অশান্তি, ঘিরে ধরা হল সরকারি আধিকারিককে

Rajgunj: রেভিনিউ অফিসার সোনম রম্বা এদিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ডাম্পারগুলি বালি নিয়ে যাচ্ছিল। তাই ৩টি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়। এতেই এত হম্বিতম্বি। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বিক্ষোভকারীদের সরিয়ে দেন তিনি।

Jalpaiguri: বালিবোঝাই ডাম্পার আটকাতেই অশান্তি, ঘিরে ধরা হল সরকারি আধিকারিককে
রেভিনিউ অফিসার সোনম রম্বা বিক্ষোভের মুখে পড়েন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 11:03 PM

জলপাইগুড়ি: অবৈধ বালি বোঝাই ডাম্পার আটকে দেন রেভিনিউ অফিসার। অভিযোগ এরপরই ডাম্পার মালিকরা ওই আধিকারিককে ঘিরে ধরেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জে। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজগঞ্জে বিশেষ অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দফতর। অবৈধ বালি পাচারের অভিযোগ পেয়ে এই অভিযান চলে।

রাজগঞ্জের মনুয়াগঞ্জে ৩টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয় এদিন। অভিযোগ, এরপরই বেজায় চটে যান ডাম্পার মালিকরা। তারা রেভিনিউ অফিসারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বলে অভিযোগ। ডাম্পার মালিকরা দাবি করেন, রয়ালটি নেওয়া হয়। অথচ যে সরকারি কাগজ তাঁরা পান, তাতে ঘনফুট প্রতি ( CFT) কত টাকা নেওয়া হয়েছে তার উল্লেখ করা হয় না। তাতেই জটিলতা তৈরি হয়।

রেভিনিউ অফিসার সোনম রম্বা এদিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ডাম্পারগুলি বালি নিয়ে যাচ্ছিল। তাই ৩টি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়। এতেই এত হম্বিতম্বি। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বিক্ষোভকারীদের সরিয়ে দেন তিনি।

এক ডাম্পার মালিক রঞ্জন বিশ্বাস মেনে নেন তাঁদের কাছে উপযুক্ত রয়ালটির নথি নেই। তবে তাঁর দাবি, অনলাইনে এসব কাজ হচ্ছে। অথচ পরিষেবা যথাযথ পাওয়া যাচ্ছে না। তাই এত সমস্যা। তবে ডাম্পার মালিকদের তরফে করা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এসব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাঁর। তিনি বলেন, সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যা খুশি করলে তা বরদাস্ত করা হবে না। এদিন ৩টি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে। আগামিদিনে আরও করা হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, ডাম্পার মালিকরা লিখিতভাবে তাঁদের সমস্যা জানাতে পারেন। তাহলে অভিযোগ খতিয়ে দেখা হবে।