বন্দুক উঁচিয়ে বিজেপি কর্মীদের ধাওয়া! উত্তেজনা ময়নাগুড়িতে

গেরুয়া শিবিরের (BJP) অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস, হিংসা ছড়াতে শাসকদল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

বন্দুক উঁচিয়ে বিজেপি কর্মীদের ধাওয়া! উত্তেজনা ময়নাগুড়িতে
ময়নাগুড়িতে অবরোধ বিজেপির।
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 6:53 PM

শিলিগুড়ি: প্রকাশ্যে বিজেপি ( BJP) কর্মীদের দিকে বন্দুক নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ। বিজেপির নিশানায় তৃণমূল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায়। প্রতিবাদে সার্ক রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস, হিংসা ছড়াতে শাসকদল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। পাল্টা জোড়া ফুল শিবিরের দাবি, নিজেদের ঝামেলাকে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিজেপি।

অভিযোগ, শুক্রবার বিকেলে ময়নাগুড়ির ব্রহ্মপুর বাজারে তৃণমূলের কিছু লোকজন হাজির হন। সেখানে বিজেপির কার্যালয়ে ছিলেন দলীয় কর্মীরা। বিজেপি নেতা পুষ্পজিৎ নন্দের অভিযোগ, “ব্রহ্মপুর বাজার এলাকায় দলীয় কার্যালয়ে আমাদের লোকজন বসেছিলেন। হঠাৎই তৃণমূলের কয়েকজন হার্মাদ আমাদের লোকজনের দিকে রিভলবার উঁচিয়ে তেড়ে আসে। হুমকি দিতে শুরু করে। এরপরই আমরা রাস্তা অবরোধ করি। পুলিশ এসে দোষীদের ধরার আশ্বাস দিয়েছে। তাই অবরোধ তুলেছি। তবে ওরা যদি গ্রেফতার না হয় আমরা কাল আরও বড় আন্দোলনে নামব। ময়নাগুড়ি বিধানসভা এলাকায় রাস্তায় রাস্তায় অবরোধ চলবে।”

আরও পড়ুন: পাঁচদিনে ৩ লক্ষ মানুষের টিকাকরণ! বাদ যাবেন না শহরের একজনও

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শিবশঙ্কর দত্ত। পাল্টা তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজনকেই মারধর করা হয়েছে।