Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ‘বিডিও-র জামা প্যান্ট খুলে নেবে জনতা’, ফের বেলাগাম বিজেপির বাপি

Jalpaiguri: কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিওকে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি।

Jalpaiguri: 'বিডিও-র জামা প্যান্ট খুলে নেবে জনতা', ফের বেলাগাম বিজেপির বাপি
বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 11:37 PM

জলপাইগুড়ি: শুধু শাসকদল নয়। প্রশাসনিক আধিকারিকদেরও বারেবারে নিশানা করেছেন তিনি। কখনও বিডিও-কে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন। আর আজ ফের বেলাগাম বিজেপির (BJP) জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা সভাপতি বাপি গোস্বামী । আবাস যোজনা ইস্যুতে স্মারকলিপি দিতে এসে ময়নাগুড়ির বিডিওকে আক্রমণ করে বললেন, “দুর্নীতিবাজ বিডিওর জামা প্যান্ট খুলে নেবে জনতা।”

কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিওকে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি। আজ ময়নাগুড়ি বিডিও অফিসে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। শুক্রবার বিকেলে স্মারকলিপি জমা দিতে এসে বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিডিও অফিসের ভেতরে ঢুকতে গেলে বিজেপি কর্মীদের গেটে আটকে দেয় পুলিশ। গেট চাপড়াতে থাকে উত্তেজিত বিজেপি কর্মীরা। বাধ্য হয়ে গেট খুলে দেয় পুলিশ। বিডিও অফিসের ভেতরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিওকে হুঁশিয়ারি দিয়ে বাপি বলেন, “বিডিও চোর। গরু, কয়লা পাচারের টাকা খান আর তৃণমূলের তাঁবেদারি করেন। আগামী দিনে এই বিডিওকে জনগণ জামা প্যান্ট খুলে ন্যাংটো করে দৌড় করাবে।” বিজেপি জেলা সভাপতির হুঁশিয়ারি নিয়ে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী টেলিফোনে বলেন, কে কী বলল তা নিয়ে কিছু বলতে চান না। তাঁর কাজের মূল্যায়ন করবেন জেলাশাসক। জেলাশাসক যা বলবেন তা শিরোধার্য তাঁর কাছে। 

তবে বারেবারে প্রশাসনিক আধিকারিকদের আক্রমণ নিয়ে বিজেপি জেলা সভাপতিকে কটাক্ষ করল তৃণমূল। তৃণমূল পরিচালিত ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, “বিজেপির একেকজন একেক কথা বলেন। কেউ বলেন, ডিসেম্বর। কেউ আবার বলেন, জামা প্যান্ট খুলে নেবেন। এঁদের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করাই বেকার। তাই আমি কিছু বলব না।”