দলীয় কার্যালয়ে বারবার ‘ভাঙচুর’, থানায় স্মারকলিপি জমা পদ্মের, ‘কোমায় চলে গিয়েছে’, কটাক্ষ ঘাসফুলের

BJP: বিজেপি যুব মোর্চার অভিযোগ, নির্বাচন মিটলেও সন্ত্রাসমুক্ত হয়নি জেলা। বারবার শাসকশিবিরের আক্রমণের শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের অভিযোগ এমনটাই।

দলীয় কার্যালয়ে বারবার 'ভাঙচুর', থানায় স্মারকলিপি জমা পদ্মের, 'কোমায় চলে গিয়েছে', কটাক্ষ ঘাসফুলের
বিজেপি কর্মীদের ডেপুটেশন জমা, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 10:33 PM

জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচন মিটলেও বারবার শাসক শিবিরের (TMC) আক্রমণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছে পদ্ম শিবির। এ বার,ল দলীয় কার্যালয়ে ভাঙচুর ও জেলা জুড়ে পদ্ম কর্মীদের উপর অত্য়াচারের প্রতিবাদে কোতোয়ালি থানায় স্মারকলিপি জমা দিল বিজেপি (BJP) যুব মোর্চা।

বিজেপি যুব মোর্চার অভিযোগ, নির্বাচন মিটলেও সন্ত্রাসমুক্ত হয়নি জেলা। বারবার শাসকশিবিরের আক্রমণের শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের অভিযোগ এমনটাই। শুক্রবার রাতে, জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যায় বিজেপি যুব মোর্চার একটি প্রতিনিধি দল। প্রথমে তাঁরা দেখা করেন কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকারের সঙ্গে। তাঁকে সবিস্তারে পরিস্থিতির কথা জানিয়ে স্মারকলিপি তুলে দেব বিজেপি নেতারা।

ঘটনায়, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, “নির্বাচনের পর থেকে জেলা জুড়ে বিজেপি যুব মোর্চার কর্মীদের ওপর তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে। সম্প্রতি আমাদের জেলা কার্যালয়ে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আগামীতে এই পরিস্থিতি চলতে থাকলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। তখন পরিস্থিতি খারাপ হলে তার সম্পূর্ণ দায় থাকবে পুলিশের।”

পাল্টা, তৃণমূল যুব নেতা সৈকত চট্টোপাধ্য়ায় বিরোধী শিবিরকে কটাক্ষ হেনে বলেন, “বিজেপির তো ডেপুটেশন আগেই জমা দেওয়ার কথা ছিল। কিন্তু, এতদিন পরে দিচ্ছে কেন? কর্মসূচতে লোক হয়নি বলে! আসলে বিজেপি কোমায় চলে গিয়েছে। আর ২০২৪-এ তো শ্রাদ্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন।” আরও পড়ুন: খেলার ছলেই সর্বনাশ! ব্লেড চালিয়ে নিজের যৌনাঙ্গটাই কেটে ফেললেন মালদার যুবক