Dog attacks deer: জঙ্গল থেকে লোকালয়ে হরিণ, ঝাঁপিয়ে পড়ল কুকুরের দল
Dog attacks deer: জঙ্গলের আশপাশের নদীর বেশ কিছু জায়গা শুকিয়ে গিয়েছে, তাই তীব্র দাবদাহ সহ্য করতে না পেরেই বেরিয়ে এসেছিল হরিণটি।
ধূপগুড়ি : প্রত্যেক প্রাণীই নিজ নিজ আলয়ে শান্তিতে থাকে। ভিন্ন পরিবেশে গেলেই আক্রমণের মুখে পড়ার আশঙ্ক থাকে। সেভাবেই জঙ্গল থেকে বেরিয়ে ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে হল এক হরিণকে। হরিণকে দেখেই ঝাঁপিয়ে পড়ে চারটি কুকুর। কোনও ক্রমে কুকুরের হাত থেকে হরিণকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ির সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরা এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলের খোঁজেই এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল হরিণ। গ্রাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের জঙ্গলে বার্কিং প্রজাতির অনেক হরিণ রয়েছে বলেই জানা যায়। তার মধ্যেই একটি রাস্তায় বেরিয়ে এসেছিল শুক্রবার। হঠাৎ এক মহিলা দেখতে পান হরিণটিকে টানাটানি করছে চারটি কুকুর। এরপর তিনি হরিণটিকে টেনে ধরে রক্ষা করেন ও গ্রামবাসীদের ডেকে আনেন তিনি।
কুকুরের হামলায় আহত হরিণকে উদ্ধার করা হয়। তাঁকে প্রাথমিকভাবে সেবা করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীরাই খবর দিয়েছিলেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে। সেখানকার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন ও লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যান। জানা গিয়েছে হরিণটিকে চিকিৎসা করার পর সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।
মনে করা হচ্ছে, জঙ্গলের আশপাশের নদীর বেশ কিছু জায়গা শুকিয়ে গিয়েছে, তাই তীব্র দাবদাহ সহ্য করতে না পেরেই বেরিয়ে এসেছিল হরিণটি। কুকুরের কামড়ে তার শরীরে বড়সড় ক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে। সোনাখালি জঙ্গলে অনেক হরিণ থাকলেও, এভাবে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে খুব বেশি দেখা যায় না তাদের।