Jalpaiguri Chaos: হঠাৎ শ্বশুরবাড়িতে কুড়াল হাতে ঢুকল জামাই, তারপরই…
Jalpaiguri Chaos: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ির ধওলা বাড়ি গ্রামের ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জলপাইগুড়ি: শ্বশুরবাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছিল। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন খোদ স্ত্রী। সেই নিয়েই চলছিল অশান্তি। এরপর মঙ্গলবার হঠাৎ কুড়াল হাতে ঢুকল জামাই। স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা। শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু স্ত্রী-র। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ির ধওলা বাড়ি গ্রামের ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, আজ দুপুরে আচমকাই বাড়িতে কুড়াল হাতে নিয়ে চড়াও হয় সুজিত ভৌমিক নামে ওই জামাই। অভিযোগ, শ্বশুরের মৃত্যুর পর শাশুড়িকে চাপ দিয়ে সম্পত্তি লেখানোর চেষ্টা চলছিল। বাধ সাধছিল স্ত্রী। এরপর আজ দুপুরে শ্বশুড়বাড়িতে ঢুকেই কুড়াল নিয়ে স্ত্রী ও শাশুড়িকে কোপাতে শুরু করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকেই গা ঢাকা দেন জামাই। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। হাসপাতাল সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শাশুড়ি কল্পনা সরকার। তবে মৃত্যু হয়েছে স্ত্রী মিতালী সরকারের। ঘটনার বিষয়ে ময়নাগুড়ি থানার এক পদস্থ পুলিশ আধিকারিক জানান যে, অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।