অমূলক আতঙ্ক নয়, ছেলেকে দিয়ে কোভিড আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করে বার্তা ‘পদ্মশ্রী’ করিমুল হকের

সেই ১৯৯৮ সাল থেকে সমাজসেবা করে আসছেন করিমুল হক (Karimul Haque)। ২৩ বছর পেরিয়েও মানুষের সেবায় সর্বদা তিনি সক্রিয়। নিজের গ্রামে হাসপাতালও গড়েছেন। তাঁর এই সমাজসেবার স্বীকৃতি হিসেবে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে ভারত সরকার।

অমূলক আতঙ্ক নয়, ছেলেকে দিয়ে কোভিড আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করে বার্তা 'পদ্মশ্রী' করিমুল হকের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 21, 2021 | 8:43 PM

জলপাইগুড়ি: কোথাও সাধারণ অসুখে মৃত্যু হলেও করোনা (Corona) সন্দেহে তাঁর দেহ সৎকার করতে চাইছেন না প্রতিবেশীরা। কোথাও আবার করোনা হলেই সামাজিক বয়কটের মতো খবরও উঠে এসেছে। এই করোনা-ভীতি কাটাকে নিজের ছেলেকে দিয়ে এক করোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করালেন ‘পদ্মশ্রী’ সম্মানিত ‘বাইক অ্য়াম্বুল্যান্স দাদা’ করিমুল হক (Karimul Haque)। দিলেন করোনা নিয়ে সচেতনতার বার্তা।

ডুয়ার্সের নিউ ক্রান্তি বাজার এলাকায় বছর সাতেকের একটি মেয়ে করোনা আক্রান্ত। ভয়ে গুটিয়ে গেছে পুরো পরিবার। এদিকে তাঁদের সাহায্যের জন্যও এগিয়ে আসছে না কেউ। খবর পেয়ে সেই পরিবারের পাশে দাঁড়ালেন পদ্মশ্রী করিমুল। ছেলে আহাচানুল হককে নিয়ে ছুটে গেলেন ওই বাড়িতে। নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে দিয়ে বাড়ি সহ গোটা এলাকা স্যানিটাইজ করালেন ‘বাইক অ্য়াম্বুল্যান্স দাদা’করিমুল হক। পিপিই কিট পরে যখন ছোট ছেলেটি করোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করছে, তখন করিমুল পরিবারকে অভয় দিয়ে বললেন অমূলক আতঙ্ক নয়। ভাইরাসের বিরুদ্ধে সচেতন হয়ে সবাইকে লড়াই করতে হবে। এরপর শুধু ওই বাড়িই নয়, এলাকার আরও চারটি করোনা আক্রান্তর বাড়ি স্যানিটাইজ করেন করিমুল ও তাঁর পুত্র।

বেশ কয়েক বছর ধরে ধলাবাড়ি এলাকায় গ্রামে গ্রামে নিজের ‘বাইক অ্যাম্বুল্যান্স’ (Bike Ambulance) নিয়ে ঘুরে দুঃস্থ, অসুস্থ মানুষের সেবা করে আসছেন করিমুল হক। গ্রামের মানুষের কাছে তাঁর একটাই পরিচয়, তিনি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

আরও পড়ুন: চার বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন ডাক্তার, ভুয়ো অভিযোগে তুলে নিয়ে গেল পুলিশ

সেই ১৯৯৮ সাল থেকে সমাজসেবা করে আসছেন। ২৩ বছর পেরিয়েও মানুষের সেবায় সর্বদা তিনি সক্রিয়। নিজের গ্রামে হাসপাতালও গড়েছেন। তাঁর এই সমাজসেবার স্বীকৃতি হিসেবে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। সারা দেশে চেনে এই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’কে। এমনকি তাঁর জীবনের গল্পের উপর বলিউডে সিনেমা তৈরি হয়েছে। সেউ করিমুল এবার করোনা যোদ্ধা হিসেবে ময়দানে নেমে পড়েছেন।  এই যুদ্ধে সঙ্গী তাঁর ছেলেও।