Maleria: ফের শুরু মশার দাপট, উত্তরে হু-হু করে বাড়ছে ম্যালেরিয়া

Maleria News: ইতিমধ্যেই অনেকে জ্বর সর্দি কাশি উপসর্গ নিয়ে বাড়ির মধ্যে রয়েছেন। অনেকেরই রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। আর সেই রিপোর্টই স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়িয়ে চলেছে। এ দিকে, ম্যালেরিয়া রোধে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে এলাকায়।

Maleria: ফের শুরু মশার দাপট, উত্তরে হু-হু করে বাড়ছে ম্যালেরিয়া
ম্যালেরিয়ায় আক্রান্ত অনেকেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2024 | 11:45 AM

জলপাইগুড়ি: এখনও বর্ষা সেইভাবে আসেনি। তার আগেই ডেঙ্গি আক্রান্তের খবর আসছিল উত্তরবঙ্গ থেকে। আর এবার দোসর হল ম্যালেরিয়া। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ধূপগুড়ি, বানারহাট ও নাগরাকাটা ব্লকে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় তিরিশ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, বানারহাট এবং নাগরাকাটা ব্লকে। তবে নতুন করে ম্যালেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে চানাডিপা, কলাবাড়ি এবং ধূমপাড়া এলাকায়। এর মধ্যে চানাডিপা এলাকায় ৯ জন, কলাবাড়ি এলাকায় ৪ জন, ধূমপাড়া এলাকায় ৯ জন আক্রান্ত হয়েছেন। অসমর্থিত সূত্রে খবর, এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

ইতিমধ্যেই অনেকে জ্বর সর্দি কাশি উপসর্গ নিয়ে বাড়ির মধ্যে রয়েছেন। অনেকেরই রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। আর সেই রিপোর্টই স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়িয়ে চলেছে। এ দিকে, ম্যালেরিয়া রোধে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে এলাকায়। বাড়ি-বাড়ি সার্ভে করছেন স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি ১৭ টি মেডিকেল টিম পৃথকভাবে বিভিন্ন বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। ৬ টি স্বাস্থ্যকর্মীদের টিম খোঁজ খবর নিচ্ছেন গ্রামে কোন কোন বাড়িতে জ্বরে আক্রান্ত রোগী রয়েছে। ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতরের বিএমওএইচ নিজে এলাকা ঘুরে দেখেছেন।