Suvendu Adhikari: তৃণমূলের দলীয় কর্মসূচিতে সরকারি কর্মচারীদের ব্যবহার, অভিযোগ তুলে তালিকা প্রকাশ শুভেন্দুর

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের দলীয় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিস, পঞ্চায়েত দফতর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর থেকে বাছাই করা ৪৯ জন সরকারি কর্মচারীকে নিয়ে দল গঠন করেন তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়।

Suvendu Adhikari: তৃণমূলের দলীয় কর্মসূচিতে সরকারি কর্মচারীদের ব্যবহার, অভিযোগ তুলে তালিকা প্রকাশ শুভেন্দুর
এই ছবিই টুইট করেছেন শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 11:50 PM

জলপাইগুড়ি: সরকারি কর্মচারীদের ব্যবহার করে দলীয় ভোট পরিচালনার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার টুইট করে এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টুইটে তৃণমূলকে কটাক্ষও করেছেন নন্দীগ্রামের বিধায়ক। ‘নব জোয়ার কর্মসূচি’ উপলক্ষে গত ২৮ ও ২৯ এপ্রিল জলপাইগুড়ি জেলা সফরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে ৬টি জনসভা করেছিলেন তিনি। প্রতিটি জনসভার পর সেখানে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী বাছতে ভোট গ্রহণ হয়। তৃণমূলের এই দলীয় কর্মসূচিতে রূপায়নের জন্য জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। যে সব কর্মচারীদের ব্যবহার করা হয়েছে, তাঁদের তালিকাও টুইটে প্রকাশ করেছেন শুভেন্দু। সেই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটও দিয়েছেন তিনি।

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের দলীয় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য জলপাইগুড়ি জেলার জেলাশাসকের অফিস, পঞ্চায়েত দফতর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর থেকে বাছাই করা ৪৯ জন সরকারি কর্মচারীকে নিয়ে দল গঠন করেন তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার নির্দেশ দেন বলে অভিযোগ। সেই সরকারি কর্মচারীদের তালিকা প্রকাশ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

ঘটনা নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি বুবাই কর কটাক্ষ করে বলেন, “সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের সার্ভিস রুল ভেঙেছেন। আমাদের আবেদন জেলাশাসক স্বতঃপ্রণোদিত হয়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক। অন্যথায় আমরা আইনের পথে যাব।” বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়। বিজেপির অভিযোগ খারিজ করে তিনি বলেছেন, “আমি কাউকে নির্দেশ দিইনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনের বিষয়ে বিভিন্ন দাবি দাওয়া জানাতে দেখা করতে গিয়েছিলাম।”