খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে: শুভেন্দু

'আমার ভাইকে পদ থেকে সরালেও সিপিএমের অশোক ভট্টাচার্য প্রশাসক পদে রয়েছেন। এটা গোপন আন্ডারস্ট্যান্ডিং'

খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে: শুভেন্দু
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 15, 2021 | 12:15 AM

শিলিগুড়ি: দুয়ারে সরকার ফেল। স্বাস্থ্য সাথী ফেল। এখন মমতার দূত এসেছে। ওটা মমতার ভুত। ঠিক এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন পদত্যাগী মন্ত্রী তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূলের সঙ্গে সিপিএমের গোপন বোঝাপড়া রয়েছে বলে অভিযোগ করলেন তিনি।

জনসংযোগে বিজেপিকে টেক্কা দিতে নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। এই অ্যাপ ডাউনলোড করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলে সরাসারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, বিজেপির পরিবর্তন যাত্রাকে টেক্কা দিতে ‘দিদির দূত’ ভ্য়ান চালু করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, ওটা মমতার দূত নয়, মমতার ভুত।

পাশাপাশি ভাই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘আমার ভাইকে পদ থেকে সরালেও এখানে (শিলিগুড়ি) সিপিএমের অশোক ভট্টাচার্য প্রশাসক পদে রয়েছেন।’ শুভেন্দুর কথায়, এটা ‘গোপন আন্ডারস্ট্যান্ডিং’। তিনি যোগ করেন, আমি গনৎকার নই। কিন্তু উত্তরবঙ্গ বিজেপিকে পথ দেখিয়েছে। এবার বাংলাতেও জিতবে বিজেপি।

শুভেন্দু বলেন, ‘বাংলার মানুষ ঠিক করে নিয়েছে রাজ্যে এবার বিজেপি সরকারই আসবে। বাংলার প্রয়োজন ডবল ইঞ্জিন সরকার। উত্তরবঙ্গের মানুষ যেটা ভেবেছে তা আগামী দিনে সারা রাজ্যকে পথ দেখাবে।’ পাশাপাশি তৃণমূল নেতাদের স্লোগান ‘খেলা হবে’কে কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর কথায়, গত দশ বছর একটা দল সরকার চালিয়েছে। কতজন বেকার চাকরি পেয়েছে তার কোনও হিসাব দিচ্ছে না। আড়াই লক্ষ ছেলেমেয়ে বেসিক ট্রেনিং করে বেকার হয়ে বাড়িতে বসে আছে। কর্মসংস্থান নিয়ে এই সরকারের কোনও নীতি ও পরিকল্পনা নেই। তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করা ছাড়া আর কোনও কাজ করেনি এরা। এখন খেলা হবে বলে ডিজে নামিয়ে নাবালকদের দিয়ে প্রচার করছে। সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খাটাদের বুক করেছে।

১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে একটি আসনও পায়নি তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর কটাক্ষ, ‘বিজেপি কর্মীরা বলছেন, খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে।’