Dhupguri: নেতা-মন্ত্রীদের ভিড়ে আটকে অ্যাম্বুলেন্স, ক্লোজ হলেন পুলিশ আধিকারিক

Dhupguri: ঘটনার বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, বিকল্প রাস্তা খোলা ছিল। যেই রাস্তা দিয়ে বাস সহ বিভিন্ন গাড়ি চালাচল হয়েছে। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী একজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও ষড়যন্ত্র হয়েছে কি না সেই বিষয়ও চলছে তদন্ত।

Dhupguri: নেতা-মন্ত্রীদের ভিড়ে আটকে অ্যাম্বুলেন্স, ক্লোজ হলেন পুলিশ আধিকারিক
আধ ঘণ্টা ধরে আটকে অ্যাবুলেন্সImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 4:45 PM

ধূপগুড়ি: কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন নেতা মন্ত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। যার জেরে কার্যত বন্ধ হয়ে গেল গাড়ি চলাচল। আটকে পড়ে অ্যাম্বুলেন্স। গোটা ঘটনায় ক্লোজ করা হয়েছে এক পুলিশ আধিকারিককে।

ঘটনার বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, বিকল্প রাস্তা খোলা ছিল। যেই রাস্তা দিয়ে বাস সহ বিভিন্ন গাড়ি চালাচল হয়েছে। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী একজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও ষড়যন্ত্র হয়েছে কি না সেই বিষয়ও চলছে তদন্ত।

উমেশ খান্ডবাহালে, এস পি জলপাইগুড়ি

উল্লেখ্য, ধূপগুড়ির ব্যস্ততম রাস্তা এই ফালাকাটার জাতীয় সড়ক। শুক্রবার সেখানেই একটি ক্লাবের পুজোর উদ্বোধন ছিল। অভিযোগ, সেই রাস্তায় এক মুমূর্ষু রোগীকে নিয়ে আটকে থাকল অ্যাম্বুল্যান্স। পুজো উদ্বোধনে উদয়ন গুহ আসায় স্বাভাবিকভাবেই ভিড়ে ছিল ঠাসা। ফলে বের হতে পারেনি অ্যাম্বুলেন্স। আর সেই অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিল হৃদরোগে আক্রান্ত রোগী। প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকায় ক্ষোভ উগরে দেন রোগী ও তাঁর পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ একই অবস্থা থাকায় উত্তেজিত জনতা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুব উগরে দেন। এরপর পুলিশ একজনকে থানায় নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই ধূপগুড়ি মসজিদ মোড়ে শতাধিক যাত্রী একত্রিত হয়ে অবরোধ শুরু করলে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।