Dengue: উত্তরবঙ্গে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া, পরিস্থিতির উপর নজর স্বাস্থ্য দফতরের
Jalpaiguri: বর্তমানে ধূপগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাতপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন। অপরদিকে জলপাইগুড়ির ধূপগুড়ির ১১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন একজন।
ধূপগুড়ি: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যে ধূপগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ছয়জন। এদিকে, পুজোয় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যার জেরে চিন্তায় স্বাস্থ্য দফতর।
বর্তমানে ধূপগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাতপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন। অপরদিকে জলপাইগুড়ির ধূপগুড়ির ১১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন একজন। তবে শুধু গ্রামেই নয়, শহরেও লাগাতার বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, বর্তমানে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্রাম পঞ্চায়েতের চারজন এবং ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একজন এবং ১১ নং ওয়ার্ডের ১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। সেই সঙ্গে ধূপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা বর্তমানে জলপাইগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গিয়েছে।
স্বাভাবিকভাবেই ফের ডেঙ্গি মাথাচাড়া দেওয়ায় কিছুটা হলেও চিন্তিত স্বাস্থ্য দফতর। এ দিকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার পক্ষ থেকে ভিআরপি কর্মী ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বাড়ির আশেপাশে কোথাও যাতে জল না জমে এবং জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়।
তবে মশার জীবাণু মারার স্প্রে নিয়মিত ভাবে করা হচ্ছে না ধুপগুড়ি পৌরসভা এবং গ্রামীণ এলাকায় বলে অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান পুজোর সময় থেকেই বৃষ্টি এবং সেই জল জমেছে বিভিন্ন জায়গায়। সেখান থেকেই ফের নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও, ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে বর্তমানে ডেঙ্গি আক্রান্তরা সবাই সুস্থ রয়েছেন এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।