Leopard : চা বাগানে ঘুরছে ফুটফুটে তিন চিতা বাঘের বাচ্চা, কোলে নিয়ে সেলফি তোলার হিড়িক শ্রমিকদের
Leopard : সূত্রের খবর, শনিবার দুপুরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ১০ নম্বর সেকশনে নালায় ৩ টি চিতাবাঘের বাচ্চা দেখতে পান কর্মরত শ্রমিকরা। খবর চাউর হতেই জোর শোরগোল গোটা এলাকায়।
কিলকোট : চা বাগানের নালায় তিন চিতা বাঘের (Leopard) শাবক। কোলে নিয়ে সেলফি তোলার হিড়িক বাগানের শ্রমিকদের। ঘটনায় শোরগোল ডুয়ার্সের কিলকোট চা বাগানে। শনিবার দুপুরবেলা বাগানে কাজ করার সময় বাগান শ্রমিকদের কানে ভেসে আসে কোনও জন্তুর ডাক। বাগানের ফাঁকে উঁকি মারতে চোখ কপালে উঠে যায় শ্রমিকদের। দেখা যায় পাশাপাশি বসে রয়েছে তিনটি চিতা বাঘের ছানা। ছোট ছোট যেটা চিতা বাঘের বাচ্চাগুলিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। তুমুল উৎসাহ দেখা যায় বাগান শ্রমিকদের মধ্যে। নালার ভেতর চিতাবাঘের শাবকগুলির ছবি তোলার পাশাপাশি কোলেও তুলতে দেখা যায় শ্রমিকদের।
সূত্রের খবর, শনিবার দুপুরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ১০ নম্বর সেকশনে নালায় ৩ টি চিতাবাঘের বাচ্চা দেখতে পান কর্মরত শ্রমিকরা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা এসে শাবকগুলির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে আর লেপার্ড শাবকগুলির সামনে আসতে না পারে সেই দিকেও নজর রাখে তাঁরা। এদিকে বনকর্মীরা জানাচ্ছেন অনেক সময়ই দেখা গিয়েছে মানুষের সংস্পর্শে এলে বাচ্চাদের আর ফিরিয়ে নেয় না বন্যপ্রাণীরা। সে ক্ষেত্রে এই চিতা ছানাগুলির ভবিষ্যত নিয়েও বাড়ছে তিন্তা।
ইতিমধ্যেই চিতাবাঘগুলির মায়ের খোঁজ শুরু করে দিয়েছেন বনকর্মীরা। মনে করা হচ্ছে মা চিতাবাঘটি খাবারের সন্ধানে আশেপাশেই রয়েছে। খাবারের খোঁজ করতে বেরিয়েই বাচ্চাদের থেকে আলাদ হয়ে গিয়েছে মা। এই মুহূর্তে শাবকগুলোকে সেখান থেকে সরালে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে মনে করছেন বনকর্মীরা। ঠিক সে কারণেই যে জায়গায় তাদের প্রথম দেখা গিয়েছিল সেখানেই তাঁদের এখনও পর্যন্ত রাখা রয়েছে। চলছে কড়া নজরদারি।