বৈঠকে ডেকে নিয়ে যাওয়ার নামে ‘হামলা’, মাথা ফাটল বিজেপি কর্মীর!
ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী হিংসা অব্যাহত উত্তরেও। আক্রান্ত বিজেপি কর্মী।
জলপাইগুড়ি: ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী হিংসা অব্যাহত উত্তরেও। আক্রান্ত বিজেপি কর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তপ্ত জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া এলাকা।
আক্রান্ত বিজেপি কর্মীর নাম গোপাল দাস। সোমবার রাতে উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি স্টেশনপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। বারোঘরিয়া দাস পাড়া এলাকার বাসিন্দা গোপাল দাস ধূপগুড়ি স্টেশন চত্বরেও আক্রান্ত হন। অভিযোগ, রেলের রেকের কাজ দেওয়ার জন্য শ্রমিক ভাগাভাগি নিয়ে বৈঠক করার নাম করে বিজেপি কর্মী সমর্থকদের স্টেশন চত্বরে ডাকা হয়। গোপালও তাঁদের মধ্যে এক জন।
আরও পড়ুন: তৃণমূল কর্মীর পেটে ঢোকানো হল ভোজালি, কাটা হল কান! অভিযোগ ঘিরে উত্তপ্ত বলাগড়
অভিযোগ, বৈঠক শুরুর আগেই অতর্কিতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বিজেপি সমর্থকদের ওপর। এ ঘটনায় উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি স্টেশন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। যায় আরপিএফও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।