Child Death: চোখের সামনে ধড়ফড় করতে করতে মরে গেল বাচ্চাটা, কান্নায় বুক ভাসছে মায়ের

Jalpaiguri: পরিবারের লোকেরা জানান, ওই চিকিৎসক এমনও বলেন, আগে দুর্ঘটনায় আহত রোগীকে দেখবেন, তারপর বাচ্চাটিকে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় ঋত্বিকা। এরপরই তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতালচত্বরে।

Child Death: চোখের সামনে ধড়ফড় করতে করতে মরে গেল বাচ্চাটা, কান্নায় বুক ভাসছে মায়ের
কান্নায় ভেঙে পড়েছে পরিবার। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 8:03 AM

জলপাইগুড়ি (ধূপগুড়ি): ২৪ দিনের এক শিশুর মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ধূপগুড়ি থানার পুলিশকে। মৃত শিশুর নাম ঋত্বিকা রায়। জানা গিয়েছে, ওই সদ্যোজাতর শ্বাসকষ্ট হচ্ছিল। সে কারণে তাকে হাসপাতালে নিয়ে আসে পরিবার। পরিবারের অভিযোগ, শিশুটির অবস্থা খারাপ থাকায় তারা বারবার কর্তব্যরত চিকিৎসককে দেখার জন্য অনুরোধ করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ।

পরিবারের লোকেরা জানান, ওই চিকিৎসক এমনও বলেন, আগে দুর্ঘটনায় আহত রোগীকে দেখবেন, তারপর বাচ্চাটিকে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় ঋত্বিকা। এরপরই তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতালচত্বরে। ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। তাদের বক্তব্য, একটিবার শিশুটিকে ডাক্তার যদি দেখতেন, ছোট্ট প্রাণটা এভাবে ধড়ফড় করে শেষ হয়ে যেত না। মৃত বাচ্চাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ঋত্বিকার বাড়ি ময়নাগুড়ির মোয়ামারি গ্রামে। বাবা বিশ্বনাথ রায়, মা দীপালি রায়। কিছুদিন আগেই দিপালী তার ২৪ দিনের কন্যা সন্তানকে নিয়ে পূর্ব শালবাড়িতে বাপের বাড়িতে যান। সেখানেই সোমবার সন্ধ্যায় আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি শিশুটির দাদু দিলীপ রায় এবং মা দীপালি শিশুটিকে নিয়ে ধূপগুড়ি হাসপাতালে ছুটে আসেন। কিন্তু চিকিৎসকের গাফিলতিতে বাচ্চাটিকে বাঁচানো গেল না বলেই দাবি তাঁদের।

মৃত শিশুর দাদু দিলীপ রায়ের কথায়, “নাতনিটার শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক এই দুধের শিশুটাকে না দেখে অন্য রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়েন। বারবার আমরা হাতে পায়ে ধরলাম শুনলেন না। উল্টে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর কোলেই বাচ্চাটা শেষ হয়ে গেল।”

হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় ওসমান আলির অভিযোগ, বাচ্চাটাকে যখন বাড়ির লোকেরা আনল তখন তো বেঁচেই ছিল। ডাক্তারকে ওনারা কত করে বললেন একটি বার দেখে দিতে। ডাক্তার শুনলেন না। কিছুক্ষণ পরই দেখলাম বাচ্চাটা মারা গেল। মনে হয় ঠিক সময় একটু চিকিৎসক পেলে ওকে বাঁচানো যেত। যদিও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দাবি, যে সময় বাচ্চাটিতে হাসপাতালে আনা হয় এমার্জেন্সিতে তখন খুবই ভিড়। দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখছিলেন। এরপরই শিশুটিকে দেখতে যান। কিন্তু ততক্ষণে শিশুটি মারা গেছে।

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ