Bengal Panchayat Election: পঞ্চায়েতকে সিন্ডিকেট বানিয়েছে তৃণমূল, কটাক্ষ সিপিএম নেতা জীবেশ সরকারের

Jalpaiguri: জীবেশ সরকার বলেন, "২০২৩-এ গ্রামের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ তাদের অধিকার তারা প্রয়োগ করবে। ৮ জুলাই ভোট। এদিন কমরেড জ্যোতি বসুর জন্মদিন। তিনিই প্রথম ঘোষণা করেছিলেন, সরকার কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালিত হবে না।"

Bengal Panchayat Election: পঞ্চায়েতকে সিন্ডিকেট বানিয়েছে তৃণমূল, কটাক্ষ সিপিএম নেতা জীবেশ সরকারের
রাজগঞ্জে জীবেশ সরকার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 6:39 PM

জলপাইগুড়ি: তৃণমূল, বিজেপি বাদে যে কারও সঙ্গে হাঁটতে প্রস্তুত। গোর্খা জাতির উন্নয়নের স্বার্থে যারাই এগিয়ে আসবে, তাদের সঙ্গে জোটে লড়তে প্রস্তুত বলে জানালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার। সোমবার রাজগঞ্জে (Rajgunj) একথা বলেন তিনি। জীবেশ সরকারের কথায়, একটা সময় পঞ্চায়েতের ভোট মানে গ্রামের মানুষের কাছে উৎসব ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সে ছবিতে বদল এসেছে বলে দাবি করেন তিনি। জীবেশ সরকারের কথায়, উৎসব এখন সন্ত্রাসের রূপ নিয়েছে।

জীবেশ সরকারের কথায়, “২০২৩-এ পঞ্চায়েতে নিজেদের অধিকার প্রয়োগ করতে গ্রামের মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ৮ জুলাই ভোট। ওইদিন কমরেড জ্যোতি বসুর জন্মদিন। তিনিই প্রথম ঘোষণা করেছিলেন, সরকার কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালিত হবে না। সরকারকে নিয়ে যেতে হবে গ্রামে গ্রামে। সেই পথ ধরেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের মাধ্যমে মানুষের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা। তৃণমূল সেই অধিকার হরণ করে পঞ্চায়েতকে সিন্ডিকেট বানিয়েছে। গ্রামের মানুষ এবার জবাব দেবে। আমাদের এবারের স্লোগান, মানুষের পঞ্চায়েত তৈরি করো।”

একইসঙ্গে তিনি বলেন, এবার বদল আসবে। কার্যত উৎসবের আমেজে মানুষ মনোনয়ন তুলছেন। জীবেশ সরকার বলেন, “আজ রাজগঞ্জ বিডিও অফিসে এসে দেখলাম মানুষ উৎসাহভরে মনোনয়নপত্র দাখিল করছেন। শাশুড়ি তাঁর বৌমাকে নিয়ে এসেছে, বৌদি এসেছেন দেওরকে সঙ্গে নিয়ে, বাচ্চা কোলে মেয়েরা এসেছেন। অল্প বয়সী ছেলেরা এসেছেন মনোনয়ন দাখিল করতে। গ্রামের মানুষের এই উৎসাহকে কুর্নিশ জানাচ্ছি। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে হবে।” কমিশন ব্যর্থ হলে মানুষই তাঁর অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানান তিনি।