Bengal Panchayat Election: সিপিএমের মিছিল আসতেই উড়ে এল ইট, পাথর; তুমুল উত্তেজনা মেটেলিতে
Panchayat Elections 2023: মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মাথা চুলকা গ্রাম। সেখানেই এদিন প্রচারে বেরিয়েছিলেন সিপিএমের লোকজন। সেখানেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবারের প্রচার। শেষবেলার উত্তপ্ত হয়ে উঠল মেটেলি (Meteli)। সিপিএমের প্রচার মিছিলের উপর হামলার অভিযোগ। অভিযোগে নাম জড়াল তৃণমূলের। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। উভয়পক্ষেরই লোক রয়েছেন। এদিন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মেটেলি ব্লকের মাথা চুলকা এলাকা। অভিযোগ, এই ঘটনায় সিপিএমের প্রার্থীর উপরও ইটের আঘাত আসে। মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মাথা চুলকা গ্রাম। সেখানেই এদিন প্রচারে বেরিয়েছিলেন সিপিএমের লোকজন। সেখানেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ।
মেটেলি এরিয়া কমিটির সদস্য আশিস রায় বলেন, “আমাদের মিছিলের উপর তৃণমূলের লোকেরা হামলা চালায়। সেখানে প্রার্থী তাপসী রায়ের স্বামী মনোতোষ রায় ছিলেন। প্রার্থীর ভাই ছিলেন। সকলের উপরই হামলা হয়। কাটা পাথর, বাঁশ দিয়ে আমাদের লোকজনের উপর হামলা করা হয়। হাসপাতালের দিকটা সামলে আমরা থানায় যাব।”
পাল্টা তৃণমূলের সমর্থক নজরুল ইসলামের দাবি, “আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম। সিপিএমের মিছিল থেকে ২-৪টে ছেলে আমাদের দেখেই লাঠি নিয়ে তেড়ে আসে। মারধর করতে থাকে। এমনকী ইট পাটকেলও ছুড়তে থাকে। আমাদের ৫-৭ জন আহত হয়েছেন। এরমধ্যে তিনজন এই হাসপাতালে এসেছি। বাকিদের জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে।” এলাকার লোকজনের দাবি, ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক অশান্তি তত বাড়ছে। প্রচারের শেষবেলায় এসে এ ছবি আরও প্রকট হচ্ছে বলেই তাঁদের অভিযোগ।