AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kurmi protest: ‘নাটের গুরু রয়েছেন কলকাতায়’, ঝাড়গ্রামের সমাবেশ থেকে কাকে ইঙ্গিত কুড়মি নেতাদের?

Kurmi Protest: গতকাল, কুড়মি সমাজের নেতারা নিজেদের বক্তব্য শেষে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন।

Kurmi protest: 'নাটের গুরু রয়েছেন কলকাতায়', ঝাড়গ্রামের সমাবেশ থেকে কাকে ইঙ্গিত কুড়মি নেতাদের?
বড় সমাবেশ কুড়মিদের (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 6:59 AM
Share

ঝাড়গ্রাম: যেদিকে তাকানো সেই দিকেই শুধু মাথা। কারণ মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল কুড়মি সমাজ। পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে এবং জেলবন্দি এগরো জন কুড়মি নেতার মুক্তির দাবিতেই মূলত এ দিনের সমাবেশ ছিল। সেই সমাবেশে উপস্থিত ছিলেন কুড়মি সমাজের মানুষদের এক বিশাল অংশ। এক প্রকার জন জোয়ার দেখা গিয়েছিল এ দিন। মূল মঞ্চে কুড়মি শিল্পীদের গানে বাদ্যে আবেগ তাড়িত এক পরিবেশ তৈরি হয়েছিল গতকাল। তার সঙ্গে সম্মিলিত মানুষের জয় গরাম ধ্বনিতে কাঁপছিল অরণ্য শহর ঝাড়গ্রাম।

গতকাল, কুড়মি সমাজের নেতারা নিজেদের বক্তব্য শেষে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন। প্রথমে হবে “কুটুম কুটমালি ভায়দি জিয়াও”। এই আন্দোলনের মাধ্যমে প্রতিটি জেলায় কুড়মি সমাজ থেকে যাঁরা সাংসদ,মন্ত্রী,বিধায়ক হয়েছেন তাঁদের বাড়িতে এক হাজার বাইক মিছিল যাবে। এরপর হবে “নাতা জোড়ান” তথা বিভিন্ন গ্রামে কুড়মি মানুষ জন ছাড়া যারা মূলবাসী সমাজের মানুষ তাঁদের জড়ো করা হবে আন্দোলনের জন্য। এছাড়া পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলে প্রতি গ্রাম এবং বুথ থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে হবে বৈঠক। সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয় হবে তা এখনই জানানো হবে না। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এ দিন,কুড়মি নেতা অজিত মাহাত অভিযোগ করেন, তালিকা ভুক্ত আদিবাসী তথা সাঁওতাল ও কুড়মিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটানো হচ্ছে। এর সঙ্গে প্রশাসন যুক্ত আছে। আর কলকাতায় সেই নাটের গুরু বসে রয়েছেন।

উল্লেখ্য, ৮ জুন আদিবাসী সামাজিক সংগঠন গুলির পক্ষ থেকে কুড়মিদের আদিবাসী জনজাতি তালিকা ভুক্ত করার দাবির বিরুদ্ধে রাজ্যজুড়ে চব্বিশ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে এ দিন সভামঞ্চ থেকে কুড়মি সমাজের বিভিন্ন নেতৃত্ব অভিযোগ করেন কুড়মিদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য,ভয় সৃষ্টি করার জন্য কুড়মি নেতারা কনভয়ে হামলা না করলেও তাদের অকারণে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার পিছনে রয়েছে একটা ষড়যন্ত্র। তার পাশাপাশি আরও জানান, আগামী ২০শে সেপ্টেম্বর কুড়মিদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেসন এর দাবি নিয়ে যে আন্দোলন চলছে, তাকে আরও জোরদার করতে অনির্দিষ্টকালের জন্য আবার রেল অবরোধের কর্মসূচি নেওয়া হবে তিন রাজ্যজুড়ে।