Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kurmi Protest: কুড়মি নেতা শিক্ষক রাজেশ মাহাতোর গ্রেফতারি-বদলি ঘিরে চড়ছে প্রতিবাদের ভাষা

Kurmi Protest: বিধানসভার বিরোধী দলনেতা গতকাল রাতেই টুইটারে ক্ষোভ উগরে দিয়ে এই বদলির সিদ্ধান্তকে 'প্রতিহিংসামূলক আচরণ' বলে কটাক্ষ করেছেন। আজ বিরোধী দলনেতা আক্রমণের সুর আরও চড়িয়ে বলেছেন, 'এত ক্রুড়, এত নিষ্ঠুর... ভাবা যায় না। তবে এগুলো করে কিছু করতে পারবেন না।'

Kurmi Protest: কুড়মি নেতা শিক্ষক রাজেশ মাহাতোর গ্রেফতারি-বদলি ঘিরে চড়ছে প্রতিবাদের ভাষা
কুড়মিদের প্রতিবাদ মিছিল
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 2:27 PM

ঝাড়গ্রাম: কুড়মি আন্দোলনের (Kurmi Protest) নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতোকে (Rajesh Mahato) গতকালই আটক করেছিল পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। আর এরই মধ্যে প্রকাশ্যে আসে, রাজেশ মাহাতোকে খড়্গপুর থেকে কোচবিহারের সিতাইয়ে একটি স্কুলে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি সংক্রান্ত ওই চিঠিটি ইস্যু হয়েছে ২৬ মে। সেই বদলির সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভার বিরোধী দলনেতা গতকাল রাতেই টুইটারে ক্ষোভ উগরে দিয়ে এই বদলির সিদ্ধান্তকে ‘প্রতিহিংসামূলক আচরণ’ বলে কটাক্ষ করেছেন। আজ বিরোধী দলনেতা আক্রমণের সুর আরও চড়িয়ে বলেছেন, ‘এত ক্রুড়, এত নিষ্ঠুর… ভাবা যায় না। তবে এগুলো করে কিছু করতে পারবেন না।’

রাজ্য সরকারের এ হেন পদক্ষেপকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলেই মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘যাঁরা ডিএ আন্দোলন করছেন, সেই সরকারি কর্মচারীদেরও বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। প্যারাটিচার যাঁরা অতীতে আন্দোলন করেছেন, তাঁদেরও বদলি করে দেওয়া হয়েছিল। আর এখন কুড়মি সমাজের আন্দোলনকারীদের দমন-পীড়ন করে, আর্থিকভাবে তাঁদের ভাতে মারার চেষ্টা চলছে।’ বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য এই বদলির সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ বলে কটাক্ষ করেছেন। বললেন, এই বদলি নজিরবিহীন। কোনওদিন আপনাদের কোনও স্কুলে দূরের কোনও জেলা থেকে কেউ এসে পড়িয়েছেন? এটি একটি নজিরবিহীন দৃষ্টান্ত তৃণমূল স্থাপন করল। এটি প্রতিহিংসা ও অসহিষ্ণুতার রাজনীতি।’

রাজেশ মাহাতোর এই বদলির প্রতিবাদে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূল ‘অন্যায়’ করছে। বললেন, ‘এটাই তো তৃণমূল। তৃণমূল মানেই অত্যাচারীর দল। দিদি সরকারি সন্ত্রাসে বিশ্বাস করেন। আমি বার বার বলছি, আলোচনায় বসুন। তারা কেউ শত্রু নন আমাদের। মানুষ তাদের দাবি করতেই পারেন। একজন বিধায়কের উপর হামলা হয়েছে, নিশ্চয়ই তা অন্যায় হয়েছে। কিন্তু সেখানে তো পুলিশেরও ব্যর্থতা রয়েছে।’

এদিকে রাজেশ মাহাতোর গ্রেফতারির পর থেকে শালবনির একাধিক এলাকায় গ্রামে গ্রামে শুরু হয়েছে কুড়মিদের বিক্ষোভ। রাজেশ মাহাতো ও অন্যান্য কুড়মি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে কুড়মি অধ্যুষিত বিভিন্ন গ্রামগুলিতে শুরু হয়েছে মিছিল, মিটিং। শালবনির সালডহরা, ধান্যসল, সাসবেদা, কোটাল কুলি গ্রামে বিক্ষোভের ছবি ধরা পড়েছে এদিন সকালে। দাবি একটাই, মাষ্টারমশাইয়ের মুক্তি চাই। কেন তাঁকে হঠাৎ বদলি করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলে স্লোগান উঠছে মিছিল থেকে।