Malda Honey Trap: বাইরে নিয়নের ঝলকানি, ভিতরে মধুচক্র? মালদার এই হোটেল ঘিরেই যত অভিযোগ

Malda Chaos: স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শুধু বেআইনি মদের কারবারই নয়, এই হোটেলের আড়ালে মধুচক্রও চালানো হচ্ছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীদের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গতরাতে মালদার সুকান্ত মোড়ের ওই হোটেলে ঢুকে ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

Malda Honey Trap: বাইরে নিয়নের ঝলকানি, ভিতরে মধুচক্র? মালদার এই হোটেল ঘিরেই যত অভিযোগ
মালদার এই হোটেল ঘিরেই যত অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 9:15 AM

মালদা: বাইরে থেকে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু সেই হোটেল ব্যবসার আড়ালেই নাকি চলে বেআইনি দেশি মদের রমরমা কারবার। এই অভিযোগ ঘিরেই তুমুল উত্তেজনা ছড়াল মালদার সুকান্ত মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শুধু বেআইনি মদের কারবারই নয়, এই হোটেলের আড়ালে মধুচক্রও চালানো হচ্ছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীদের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গতরাতে মালদার সুকান্ত মোড়ের ওই হোটেলে ঢুকে ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

মালদার সুকান্ত মোড়ের ওই বহুতল হোটেলটি এলাকার অন্যতম নাম করা একটি হোটেল। বাইরে নিয়মের আলোর ঝলকানি। সেখানে এই ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগে অনেকদিন ধরেই আপত্তি তুলছিলেন এলাকাবাসীরা। গতকাল হোটেলের ম্যানেজারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হোটেলের প্রতিটি ঘরে ঢুকে খোঁজাখুঁজি করেন তাঁরা। যদিও হোটেলের কোনও গ্রাহককে সেই সময় পাওয়া যায়নি। তবে প্রচুর পরিমাণে দেশি মদের বোতল পাওয়া যায়। কার্টুন ভর্তি মদের বোতল। এলাকাবাসীদের অভিযোগ এই মদের ব্যবসা বেআইনিভাবে চালানো হচ্ছিল।

হোটেলের ভিতরে খোঁজাখুঁজি করে প্রচুর পরিমাণে মদের বোতল পাওয়া যেতেই এলাকাবাসীরা খবর দেন পুলিশে। স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সেই সময়ও এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল। হোটেলের সামনে ভিড় করেছিলেন এলাকাবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকাবাসীদের আশ্বস্ত করেন পুলিশকর্মীরা। ঘটনায় হোটেলের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশকর্মীরা।