Lakshmi Purnima: লক্ষ্মীর ১৮ হাত, সে হাতে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, আছে অস্ত্রও

Lakshmi Purnima: এখানে মহালক্ষ্মীর এক হাতে থাকে ভগবান নারায়ণের সুদর্শন চক্র, বাকি সতেরোটি হাতে ত্রিশূল,গদা,তীর, ধনুক,কুঠার,বজ্র। অস্ত্র ছাড়াও রয়েছে জপের মালা,শঙ্খ,পদ্ম। এলাকার বাসিন্দারা বলছেন মা লক্ষ্মীকে এখানে শক্তিরূপেই পুজো করা হয়।

Lakshmi Purnima: লক্ষ্মীর ১৮ হাত, সে হাতে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, আছে অস্ত্রও
প্রতিমা দেখতে ভিড় বাড়ছে আশেপাশের গ্রামের মানুষদেরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 5:27 PM

মালদহ: অস্ত্র হাতেই প্রতি বছর মর্ত্যে আসেন মা। মহিষাসুর বধের সেই ছবি, অসুরদলনী দুর্গার সেই প্রতিরূপ তো সকলেরই চেনা। কিন্তু, তাই বলে দুর্গার মেয়ের হাতেও অস্ত্র? কোজাগরী লক্ষ্মীপুজোয় হ্যাঁ এই ছবিই দেখা গেল মালদহে। অর্থাৎ, অস্ত্র হাতে লক্ষ্মী। তাও আবার ১৮ টি হাত। মালদার বামনগোলায় পূজিতা হচ্ছেন ১৮ হাতের মহালক্ষ্মী। নবরূপের এই লক্ষ্মী প্রতিমা দেখতেই সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে পূজিতা হচ্ছেন ১৮ হাতের এই কোজাগরী মহালক্ষ্মী ঠাকুর।

এখানে মহালক্ষ্মীর এক হাতে থাকে ভগবান নারায়ণের সুদর্শন চক্র, বাকি সতেরোটি হাতে ত্রিশূল,গদা,তীর, ধনুক,কুঠার,বজ্র। অস্ত্র ছাড়াও রয়েছে জপের মালা,শঙ্খ,পদ্ম। এলাকার বাসিন্দারা বলছেন মা লক্ষ্মীকে এখানে শক্তিরূপেই পুজো করা হয়। পুজোতেও রয়েছে বিশেষ রীতি। ১৬ রকম উপাচার দিয়ে মায়ের পুজো দেওয়ার রীতি রয়েছে এই আশ্রমে। স্ত্র,আলতা,কাজল,চিরুনি,ধুপচি, সহ নানা কিছু দিয়ে পুজো হয় লক্ষ্মীর। ভোগেও রয়েছে রাজকীয় আয়োজন। অন্ন, ৫ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল, বিভিন্ন রকম মিষ্টি দেওয়া হয় মাকে।

পুজোকে কেন্দ্র করে বিরাট যজ্ঞেরও আয়োজন করা হয়। এক হাজার আটটি বেলপাতা তুলে তা দিয়ে বসে যজ্ঞের আয়োজন। চলে আরতে। তবে শুধু মাটির প্রতিমা নয়, পুজোয় রয়েছে আরও চমক। আশ্রমে রাতে চিত্র পটের কোজাগরী রূপে মায়ের পুজো দেওয়া হয়। সেই সময় আবার লক্ষ্মীকে লুচি,সুজি,মিষ্টি দেওয়া হয়। এদিকে দুর্গাও পূজিত হন নানা রূপে। কখনও সহস্রভূজা, ত্রিংশতিভূজা, বিংশতিভূজা, অষ্টাদশভূজা, ষোড়শভূজা, দশভূজা, অষ্টভূজা ও চতুর্ভূজা। পুুরাণে এর উল্লেখ পাওয়া যায়। তবে এরমধ্যে দশভূজা দুর্গাই আমরা সবথেকে বেশি দেখতে পাই।