Maldah: দেহ নেই, রাস্তার ধারে পড়ে সদ্যোজাতর মাথা
Maldah: শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মালদহে। সেখানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সদ্যোজাত ওই শিশু মুণ্ড পড়ে থাকতে দেখেন। তবে কীভাবে ওই শিশুর দেহ সেখানে এসেছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
মালদহ: রাস্তার ধারে এই পরিস্থিতি দেখতে হবে কে ভেবেছিল। সাত-সকালে যা দেখে রীতিমত চমকে উঠলেন এলাকাবাসী। সকালে যখন বড় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি চলছিল সেই সময় সদ্যোজাত একটি শিশুর মাথা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরই একপ্রকার শিহরিত হয়ে যায় সকলে।
শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মালদহে। সেখানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সদ্যোজাত ওই শিশু মুণ্ড পড়ে থাকতে দেখেন। তবে কীভাবে ওই শিশুর দেহ সেখানে এসেছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও, শিশুর শরীরের বাকি অংশ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বলেন, “একটা ছোট বাচ্চার মাথা পড়ে রয়েছে। যার বাচ্চাই হোক না কেন এভাবে ফেলা উচিত হয়নি। এটা একদম নোংরা কাজ হয়েছে। শিশুটির সৎকার করা উচিত ছিল। আমরা দেখলাম শুধু মাথা পড়ে রয়েছে। দেহ পড়ে নেই।”