Congress Joining: যোগদান পর্বে ‘বাধা’, পুলিশ সুপারের কাছে পুলিশের নামে অভিযোগ জানালেন কংগ্রেস নেতা

Congress: কংগ্রেস নেতা ইসা খান চৌধুরীর দাবি, প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি যাঁরা দল বদল করে পুনরায় কংগ্রেস যোগদান করছেন। কংগ্রেসের অভিযোগ, এই কারণেই ভয় পাচ্ছে তৃণমূল। তাঁদের যোগদান সভা করতে বাধা দেওয়া হচ্ছে।

Congress Joining: যোগদান পর্বে 'বাধা', পুলিশ সুপারের কাছে পুলিশের নামে অভিযোগ জানালেন কংগ্রেস নেতা
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 4:49 PM

মালদা: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে, যখন তিনি মাঠে নেমে প্রচারে ব্যস্ত ঠিক সেই সময় বিভিন্ন জেলাগুলি থেকে দলবদলের খবর আসছে প্রকাশ্য। আগামী ৩-৪ মে ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচিতে মালদায় যাবেন অভিষেক। যার প্রস্তুতিও তুঙ্গে। সূত্রের খবর, এরই মধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে কংগ্রেসের যোগদান কর্মসূচি। তবে কংগ্রেসের দাবি তাদের সভাগুলি করতে অনুমতি দিচ্ছে না পুলিশ।

কংগ্রেস নেতা ইসা খান চৌধুরীর দাবি, প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি যাঁরা দল বদল করে পুনরায় কংগ্রেস যোগদান করছেন। কংগ্রেসের অভিযোগ, এই কারণেই ভয় পাচ্ছে তৃণমূল। তাঁদের যোগদান সভা করতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ সরাসরি তৃণমূলের হয়ে মাঠে নেমে পড়েছে। আর এই নিয়ে বৈষ্ণবনগর ও রতুয়া থানার দুই আইসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগও জানান ইসা খান চৌধুরী।

বৈষ্ণবনগরে দুই জায়গায় গতকাল সভা হয়। আগামীকাল রয়েছে রতুয়াতে। কিন্তু দাবি মতো নির্দিষ্ট ময়দানে জনসভা করার অনুমোদন দেয়নি পুলিশ। বাধ্য হয়ে অন্যত্র ব্যক্তিগত জমিতে সভা হয়। আগামিকালও অনুমোদন শুধু নয়, আবেদন পত্রই গ্রহণ করেনি থানা। এর কোনও কারণও ব্যাখ্যা দেয়নি পুলিশ, এমনই অভিযোগ ইসা খানের। এরপরেই পুলিশ সুপার এর কাছে আজ অভিযোগ জানান তিনি।পাশাপাশি আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল এর দাবি, তৃণমূলের বিরোধিতায় কংগ্রেস বাম বিজেপি সকলে জোট করেছে তলে তলে। যেখানে হিন্দু বেশি সেখানে বিজেপিকে দিতে বলছে, যেখানে মুসলিম বেশি সেখানে কংগ্রেস আর বামেদের জোটকে দিতে বলছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারে এইসব কিছুই হবে না। মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। তৃণমূল এর সহ সভাপতি শুভময় বসুর দাবি, পুলিশ কোনও বাধা দেয়নি। তবে কংগ্রেস এর যোগদান সভা করতে সমস্যা হলে তৃণমূলই গিয়ে সব বাধা মিটিয়ে কংগ্রেসের যোগদান সভার আয়োজন করে দেবে।