Bomb Recover: গাছের তলায় থরে থরে সাজানো ব্যাগ, প্রত্যেকটায় ভর্তি বোমা
Maldah: উদ্ধার হওয়া বোমাগুলির তীব্রতা ছিল প্রচণ্ড। সে কারণেই বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় এলাকা ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। সরিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। কারা এই বোমা রেখে গিয়েছে, কী উদ্দেশ্য ছিল সবটাই তদন্ত সাপেক্ষ।
মালদহ: গাছের আড়ালে পর পর সাজানো পাঁচটি ব্যাগ। প্রতিটিতেই বোমা ভর্তি। কালিয়াচকে জাতীয় সড়কের ধারে একটি জলাশয়ের পাশে ঝোপঝাড়ের মধ্যে পাঁচটি ব্যাগে ৪৪টি বোমা উদ্ধার করে পুলিশ। সোমবার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় এই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। বিপুল এই বোমা নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারাই বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
উদ্ধার হওয়া বোমাগুলির তীব্রতা ছিল প্রচণ্ড। সে কারণেই বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় এলাকা ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। সরিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। কারা এই বোমা রেখে গিয়েছে, কী উদ্দেশ্য ছিল সবটাই তদন্ত সাপেক্ষ। তবে যেখান থেকে এই বোমার ব্যাগগুলি পাওয়া গিয়েছে, একেবারেই সামনে বড় রাস্তা। দিনভর গাড়িঘোড়া যাতায়াত করছে। বহু মানুষ যাতায়াত করেন সারাদিন। এরকম জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।
মালদহের পাশাপাশি বড়দিনের সকালে পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। মুর্শিদাবাদের কুলি শৌচালয় থেকে উদ্ধার হয় বোমাভর্তি ২টি ব্যাগ। তাতে ৯টি তাজা বোমা রাখা ছিল। সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই জেলায় জেলায় তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোট যত এগোচ্ছে, সমাজবিরোধী কাজকর্মও তত মাথা চাড়া দিচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের।