নিশ্ছিদ্র নিরাপত্তায় ট্রেনে কলকাতায়, আজই লখনউ নিয়ে যাওয়া হচ্ছে হানকে!
গত ২৬ জুন নিজেদের হেফাজতে চেয়ে মালদহ আদালতে আবেদন জানিয়েছিল লখনউ এটিএস। সেই আবেদন মঞ্জুর হয়।
কলকাতা: কলকাতায় নিয়ে আসা হয়েছে চিনা নাগরিক হান জুনওয়েইকে (Han Zeune)। আজ ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে যাওয়া হবে লখনউতে (Lucknow)। তাঁকে জেরা করবে লখনউ এটিএস। বৃহস্পতিবার ভোরে রাধিকাপুর এক্সপ্রেসে নিশ্ছিদ্র নিরাপত্তায় কলকাতায় আনা হয়েছে হানকে।
গত ২৬ জুন নিজেদের হেফাজতে চেয়ে মালদহ আদালতে আবেদন জানিয়েছিল লখনউ এটিএস। সেই আবেদন মঞ্জুর হয়। আজ, বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে তাঁকে লখনউ নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো একটি মামলায় হানকে উত্তরপ্রদেশের নিয়ে যেতে চান তদন্তকারীরা।
লখনউতেও হানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে আর্থিক প্রতারণা, সাইবার-ক্রাইম-সহ একাধিক মামলা রয়েছে। লখনউ সিজেএম আদালতে আগামী ২ জুলাই হাজির করা হবে হানকে। দীর্ঘদিন ধরেই হানকে খুঁজছিলেন লখনউয়ের তদন্তকারীরা। পরে তাঁকে মালদার কালিয়াচক সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। মূলত গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিছুদিন আগেই হানের তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের এসটিএফকে।
আরও পড়ুন: আজ শাহের দরজায় শুভেন্দু! কেবলই কি বিধানসভার রণনীতি নির্ধারণ নাকি আলোচনার কেন্দ্রবিন্দু ভাই?
পুলিশ সূত্রে খবর, হানের মোবাইল পেনড্রাইভে যে তথ্য রয়েছে তা ম্যান্ডারিন ভাষায় লেখা। তাই সেই সব তথ্যের পাঠোদ্ধার করা যায়নি। এই সব কারণে হানের কাছ থেকে পাওয়া নানা জিনিসপত্র, ইলেকট্রনিক গ্যাজেটস ইত্যাদি পাঠানো হয় হায়দরাবাদের ইন্ডিয়ান ফরেনসিক সায়েন্স ল্যাবে। সেখানে ফরেনসিক করা হচ্ছে।