Malda Murder: নেশার টাকা না পেয়ে একসঙ্গে বৌদি,মা-বাবার পেটে চাকু ঢোকাল ছেলে

Malda: ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার মহদিপুরের লিচু পাড়া এলাকার ঘটনা। মৃত মহিলার নাম নাজিমা খাতুন। অপরদিকে আহতরা হলেন ইসরাইল শেখ। এই ইসরাইল শেখই তাঁর বাবা সিলু শেখ, মা মুজলেফা বিবিকে চাকু মেরে পালিয়ে যায়।

Malda Murder: নেশার টাকা না পেয়ে একসঙ্গে বৌদি,মা-বাবার পেটে চাকু ঢোকাল ছেলে
আহত বাবাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 12:52 PM

মালদহ: ভয়ঙ্কর কাণ্ড মালদহে। নেশার টাকা চেয়ে না পাওয়ায় মা-বাবা ও বৌদিকে খুনের চেষ্টা। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন ওই যুবক। ঘটনায় মৃত্যু হল বৌদির। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার মহদিপুরের লিচু পাড়া এলাকার ঘটনা। মৃত মহিলার নাম নাজিমা খাতুন। অপরদিকে আহতরা হলেন ইসরাইল শেখ। এই ইসরাইল শেখই তাঁর বাবা সিলু শেখ, মা মুজলেফা বিবিকে চাকু মেরে পালিয়ে যায়।

জানা গিয়েছে, ইসরাইল সারাক্ষণ নেশা করে থাকতেন। রবিবার রাত্রিবেলাও এই নিয়ে ঝামেলা হয় মা-বাবার সঙ্গে। তারপরই ছুরি হাতে উদ্যত হয় সে। বাবা-মা-বৌদিকে খুনের চেষ্টা করে। ঘটনায় চারজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেখ মৃতের স্বামী বলেন, “কালকে বাড়িতে এসে টাকা নেব, এটা নেব, ওইটা নেব করেই যাচ্ছিল। মাঝেমধ্যে হুমকি দিচ্ছিল টাকা না দিতে মেরে ফেলবে। কয়েকদিন আগে মোবাইল নিল। এরপর ফের অত্যাচার করছিল বাড়িতে। কালকে টাকা না পেতেই খুন করল। তার মধ্যে আমার স্ত্রীও ছিল।”