Maldah: অষ্টম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ
Maldah: গত ১৯ জুলাই নিজের বাড়ির বারান্দায় মৃত অবস্থায় মেলে অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রী। বাড়িতে সে আর তাঁর ছোটো ভাই ছিল বলে দাবি পরিবারের। বাবা-মা দুজনেই বাইরে আইসক্রিম বিক্রির কাজে বাইরে বেরিয়ে যান।
মালদহ: নাবালিকা স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধৃতের বন্ধুকে আটক করে ছেড়ে দেওয়ায় তুমুল বিক্ষোভ। শুধু তাই নয়, রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে তারা। অভিযুক্তদের ফাঁসির দাবি।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই নিজের বাড়ির বারান্দায় মৃত অবস্থায় মেলে অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রী। বাড়িতে সে আর তাঁর ছোটো ভাই ছিল বলে দাবি পরিবারের। বাবা-মা দুজনেই বাইরে আইসক্রিম বিক্রির কাজে বাইরে বেরিয়ে যান। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পাশের গ্রামের এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাঁর এক বন্ধুকে আটিক করে। জিজ্ঞাসাবাদ চালায়। তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, খুনের সঙ্গে যোগ না থাকার জন্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে গ্রামে ক্ষোভ বাড়তে থাকে। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকও খুনের সঙ্গে যুক্ত। তাই আজ পথ অবরোধ করে বিক্ষোভে নামেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মোট দুজনকে ধরেছিল। একজনকে ছেড়ে দিয়েছে। কেন ছাড়ল? ছোট কোনও কেস হলে কোর্টে পাঠিয়ে দেয়। আর মার্ডার কেসের আসামিকে থানা থেকে কেন ছাড়ল? তার জন্য পথ অবরোধ করেছি।”