Maldah Blast: মানিকচকের বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও চার তৃণমূল কর্মী

Maldah Blast: ঠান্ডা লড়াই চলতে থাকে দুপক্ষের মধ্য়েই। মনে করা হচ্ছে, দুপক্ষেরই অনুগামীদের মধ্যে কেউ বোমা বাঁধার কাজ করছিল। সেখান থেকেই বিস্ফোরণ।

Maldah Blast: মানিকচকের বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও চার তৃণমূল কর্মী
মানিকচক বিস্ফোরণ কাণ্ডে ধৃত ৪
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 12:00 PM

মালদা: মালদার মানিকচকে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হল চার জনকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃত চার জনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরাও তৃণমূল কর্মী। রবিবার ফের মালদার মানিকচকে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারছে, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুই তৃণমূল নেতার মধ্যে ক্ষমতা প্রদর্শন আর এলাকা দখলের লড়াইয়েই এই ঘটনার বীজ লুকিয়ে। দুই তৃণমূল নেতা সইফুদ্দিন ও নাসির আলির মধ্যে দীর্ঘদিনের ঝামেলা। মাঝেমধ্যেই এলাকায় দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা হয়। এর আগেও এলাকাতে অশান্তি হয়েছে। বোমাবাজি হয়েছে। পুলিশি ধরপাকড়ও হয়েছে। মাঝের কয়েকদিনের ব্যবধান ছিল।

ঠান্ডা লড়াই চলতে থাকে দুপক্ষের মধ্য়েই। মনে করা হচ্ছে, দুপক্ষেরই অনুগামীদের মধ্যে কেউ বোমা বাঁধার কাজ করছিল। সেখান থেকেই বিস্ফোরণ। বিস্ফোরণে প্রথমে মৃত্যু হয় দু’জনের। পরে আরও এক জনের মৃত্যু হয়। ঘটনায় রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতার করা হয় আরও চার জনকে। তাঁরা প্রত্যেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে, এলাকায় প্রত্যেক বাড়ির সদস্যরাই কেউ না কেউ তৃণমূল করেন। কিন্তু এলাকায় দলেরই দুটি পক্ষ সক্রিয়। তাঁদের মধ্যে ক্ষমতা প্রদর্শনের লড়াই জিইয়ে রয়েছে। এলাকা দখলের লড়াই থেকেই বিষয়টির সূত্রপাত বলে মনে করা হচ্ছে।