Malda: কংগ্রেসের পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুর, বোমা রেখে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Malda: বস্তুত, ভোটের পর থেকেই ঘর ছাড়া কংগ্রেসের পরাজিত প্রার্থী। তাঁর অভিযোগ, নিত্যদিন শাসকদলের সন্ত্রাস ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

Malda: কংগ্রেসের পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুর, বোমা রেখে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কংগ্রেস প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 7:08 PM

মালদা: ভোটের আগে থেকে ভোটের পরে। খবরের শিরোনামে থেকেই গিয়েছে মালদহ। এবার কংগ্রেস প্রার্থীর বাড়ি লুটপাট চালানোর অভিযোগ। শুধু তাই নয়, বোমা রেখে চলে গেল দুষ্কৃতীরা।

বস্তুত, ভোটের পর থেকেই ঘর ছাড়া কংগ্রেসের পরাজিত প্রার্থী। তাঁর অভিযোগ, নিত্যদিন শাসকদলের সন্ত্রাস ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। এক প্রকার বাড়ি ছাড়া তাঁরা। ওই প্রার্থীর আরও অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে ঝোপ বুঝে কোপ মারছে শাসক শিবির। সোনাদানা-টাকাপয়সা সব কিছু বের করে নিয়ে যাচ্ছে তারা।

এরপর আরও মারাত্মক অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস ওই প্রার্থীর বাড়িতে বোমা রেখে গেল তারা। যদিও কংগ্রেস প্রার্থী ও তার স্বামীর তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন এই এলাকার তৃণমূলের জয়ী প্রার্থী। তিনি বলেছেন, “ভোটের দিন লাগাতার সন্ত্রাস করেছে। লাগাতার ছাপ্পা দিয়েছে। কিন্তু সাধারণ জনগণ বলছে তারা তৃণমূল ছাড়া কাউকে ভোট দেবে না। সেই কারণে ভোটে হারতেই এখন মিথ্যে অপপ্রচার করছে।”