ভোট মিটতেই কঠোর সিদ্ধান্ত দলের! পাঁচ নেতাকে বহিষ্কার করল তৃণমূল

জেলা পরিষদের (Maldah) এক সদস্যও রয়েছেন বহিষ্কৃতের তালিকায়।

ভোট মিটতেই কঠোর সিদ্ধান্ত দলের! পাঁচ নেতাকে বহিষ্কার করল তৃণমূল
Follow Us:
| Updated on: May 18, 2021 | 12:16 PM

মালদহ: দল বিরোধী কার্যকলাপের জের। মালদহে (Maldah) পাঁচ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। তাঁদের বিরুদ্ধে ভোটের সময় অন্য দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল। এরপরই কঠোর সিদ্ধান্ত নেয় ব্লক নেতৃত্ব। জেলা পরিষদের এক সদস্যও রয়েছেন বহিষ্কৃতের তালিকায়।

মঙ্গলবার ব্লক নেতৃত্বকে নিয়ে ধরমপুর বেসরকারি বিএড কলেজে এক বৈঠক করেন কালিয়াচক-২ ব্লক প্রেসিডেন্ট সুধীর দাস। সুধীর দাসের অভিযোগ, ভোটের সময় দলের এই নেতারা অন্য দলের সঙ্গে টাকার লেনদেন করেন এবং তৃণমূলে থেকেও অন্য দলের হয়ে ভোট করিয়েছিলেন। সে কারণেই ব্লক কমিটি দল থেকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বহিষ্কৃতের তালিকায় রয়েছেন, কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, জেলা পরিষদের সদস্য চম্পা মণ্ডল (বিদ্যুৎ কর্মাধ্যক্ষ), চম্পার স্বামী দ্বিজেন মণ্ডল, হামিদপুর অঞ্চলের প্রধান জুলেখা বিবি এবং গঙ্গাপ্রসাদ অঞ্চলের প্রধান আমিনুল ইসলাম।

আরও পড়ুন: কী ঘটেছে নিজাম প্যালেসে, পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যাচ্ছে দিল্লিতে! থাকছে ভিডিয়ো ফুটেজও

সুধীর দাসের কথায়, জেলা ও রাজ্য নেতৃত্বকেও লিখিত ভাবে এই বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলার কো-অর্ডিনেটর। তাঁকেও আলদা করে জানানো হয়েছে।